সাকিবের গর্জন শোনার অপেক্ষায় মুশফিকরা

সাকিব এখন মুক্ত, ফিরছেন ক্রিকেটে।ছবি: ফেসবুক

সাকিব আল হাসান আজ থেকে মুক্ত। আইসিসির নিষেধাজ্ঞা উঠে গেছে, বাঁহাতি অলরাউন্ডার আবার ফিরছেন ক্রিকেটে। সাকিবের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিক-মোস্তাফিজরা এখন অধীর অপেক্ষায়, বাংলাদেশ অলরাউন্ডারের সঙ্গে আবার তাঁরা খেলবেন এক সঙ্গে।

মুশফিকের রহিমের সঙ্গে সাকিবের পরিচয় সেই বিকেএসপি জীবন থেকে। ১৫ বছরের ক্যারিয়ারের নানা বাঁকে কত হাসি, কত আনন্দ দুজন ভাগাভাগি করে নিয়েছেন এক সঙ্গে। সাকিবের ফেরায় ভীষণ খুশি মুশি ফেসবুকে লিখেছেন, ‘আমরা এক সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমাদের কত স্মরণীয় স্মৃতি জমা আছে, আমরা ভালো সময়গুলো এক সঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’

মুশফিক আরও যোগ করেছেন, ‘খুব ভালো লাগছে একটা বছর শেষ হয়েছে। আবার আমরা এক সঙ্গে মাঠে নামব। তুমি সব সময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া আর জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে তর সইছে না!’

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করলেন মুশফিক।
ছবি: ফেসবুক

সাকিবের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাসের মতো তারকারাও। লিটন যেমন লিখেছেন, ‘স্বাগত কিংবদন্তি!’ উইকেটকিপার নুরুল হাসান লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাই আপনাকে আবারও স্বাগত। বাঘের মতো গর্জন ছুড়বেন, সেটি শুনতে আর তর সইছে না!’

তরুণ ক্রিকেটারদের মধ্যে সাইফউদ্দিন বেশ আবেগতাড়িত পোস্টই দিয়েছেন প্রিয় সতীর্থকে নিয়ে। সাকিব তাঁর আদর্শ বলে ঘরোয়া ক্রিকেটে ‘৭৫’ নম্বর জার্সি পরে খেলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেটি সম্ভব নয় বলে ‘৭৪’ নম্বর জার্সি বেছে নিয়েছেন সাইফউদ্দিন।

সাকিবকে স্বাগত জানিয়েছেন মোস্তাফিজও।
ছবি: ফেসবুক

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের প্রত্যাবর্তন নিয়ে ২৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন, ‘ছোটবেলা থেকেই তাঁদের খেলা দেখেই বড় হয়েছি এবং এক প্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও তাঁর বিশাল ভক্ত। যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার ইচ্ছা আছে তাঁর কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই, আবার মাঠের মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’

সাকিব দেশে ফিরতে পারেন নভেম্বরের প্রথম সপ্তাহে। আগামী মাসের মাঝামাঝি বিসিবির বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই তাঁর ফেরার কথা প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সবাই সাকিবকে নিয়ে অনেক কিছুই লিখেছেন। কিন্তু তিনি কী লিখেছেন নিজের ফেরা নিয়ে? তেমন কিছুই নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটু ছবি পোস্ট করে শুধু লিখেছেন—‘টাইগার, টাইগার...।’