সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান।প্রথম আলো ফাইল ছবি

নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। সিরিজ চলাকালীন সাকিব তৃতীয় সন্তানের বাবা হবেন। এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান বাংলাদেশের সেরা অলরাউন্ডার। এর জন্য ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব।

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাকিব ছুটির জন্য চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। নিউজিল্যান্ড সফরের পর ওকে পাব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা মঞ্জুর করে দিয়েছি।’

সাকিব এমনিতেই লড়ছেন চোটের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে চোটে পড়েন তিনি। সেই চোটের কারণে খেলতে পারছেন না ঢাকা টেস্টে। নিউজিল্যান্ডেও সাকিবকে ছাড়া খেলতে হবে তামিম-মাহমুদউল্লাহদের।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চোট পান সাকিব।
ছবি: প্রথম আলো

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে আবার ক্রিকেটারদের কোনো অনুশীলন ক্যাম্প হবে না। আকরাম খান জানালেন ক্রিকেটারদের টানা জৈব সুরক্ষাবলয়ে রাখতে চায় না বিসিবি, ‘বাংলাদেশে ক্যাম্পের সম্ভাবনা অনেক কম। সব সময় জৈব সুরক্ষাবলয়ে রাখা খেলোয়াড়দের জন্য খুব কঠিন। এই সিরিজ শেষ হলে ওদের ছুটি দেওয়া হবে। এরপর হয়তো নিউজিল্যান্ডে অনুশীলন করবে বাংলাদেশ।’

নিউজিল্যান্ডে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরির যোগ দেওয়ার কথা। ভেট্টোরির সঙ্গে ১০০ দিনের চুক্তি নিউজিল্যান্ডেই শেষ হওয়ার কথা। এরপর নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে বিসিবি।

আকরাম খান এ ব্যাপারে বলছিলেন, ‘ভেট্টোরির সঙ্গে ১০০ দিনের চুক্তি ছিল। আমরা নিউজিল্যান্ডে ভেট্টোরিকে পাচ্ছি। এরপর আমরা দুই জায়গায় কথা বলেছি। ভালো স্পিন বোলিং কোচ পেলে নিয়ে নেওয়া হবে। আমরা চেষ্টা করছি নিউজিল্যান্ড সিরিজের পরেই কোচ নিয়ে আসার।’