মাশরাফি গাইলেন, সাকিব নাচলেন—অন্য রকম তিনটি ঘণ্টা

মাঠের ক্রিকেটের বাইরে কাল মাশরাফিদের সন্ধ্যাটা কেটেছে অন্যরকম।ছবি: প্রথম আলো

মাশরাফি বিন মুর্তজা শুরুতে বলে নিলেন, ‘গানটা তামিমের জন্য।’ দরাজ কণ্ঠে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক শুরু করলেন জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটা—চশমাটা তেমনি আছে/ আছে লাঠি ও পাঞ্জাবি তোমার/ ইজি চেয়ারটাও আছে, নেই সেখানে/ অলস দেহ শুধু তোমার...।’

পাশ থেকে সাকিব আল হাসান বলে উঠলেন, ‘এই গান পারি না!’ তাঁর অনুরোধ, ‘এমন গান গান, যেটাতে আমরা সবাই তাল মিলিয়ে গাইতে পারি।’ মুহূর্তেই মাশরাফি শুরু করে দিলেন, ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা!’ এবার সাকিবের নাচ দেখে কে! তাঁর ঝাঁকড়া চুলে আবার মাঝেমধ্যে মাশরাফি হাতও বুলিয়ে দিলেন।

বাংলাদেশ ক্রিকেটের পাঁচ নক্ষত্র উঠল এক মঞ্চে—সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ। গলা ছেড়ে গাইলেন, উদ্দাম নাচলেন! বিরল এই দৃশ্যের অবতারণা কাল হোটেল সোনারগাঁওয়ে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে প্রায় তিন সপ্তাহ হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়েই উঠেছিলেন ক্রিকেটাররা। আজ শেষ হচ্ছে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। আজকের পর থেকেই একটি একটি করে দল বাদ পড়তে থাকবে টুর্নামেন্ট থেকে। ধীরে ধীরে হোটেল থেকে বিদায় নেবেন খেলোয়াড়েরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জৈব সুরক্ষা বলয়ে থাকা খেলোয়াড়, কোচ, ম্যানেজার, আম্পায়ার, ফিজিও, ট্রেনার, টিমবয়—সবাইকে নিয়ে টিম হোটেলের সুইমিং পুলের পাশে আয়োজন করে বিশেষ এক আনন্দ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কোচ-খেলোয়াড়েরা ধরা দিলেন অন্য রূপে, যে চেহারাটা সাধারণত তাঁরা লুকিয়ে রাখেন একান্ত ব্যক্তিগত জীবনে। নাচে-গানে-আড্ডায় কাল অন্য রকম এক সন্ধ্যা কাটল সবার।

হাস্যরসাত্মক উপস্থাপনায় মাহমুদউল্লাহ ঘোষণা দিলেন, ‘খেলা হবে!’ সত্যি ‘খেলা’ শুরু হলো! সহকারী কোচ আশিকুর রহমানের কণ্ঠে পপগুরু আজম খানের গানের তালে কখনো নাচলেন মুশফিক, কখনো তাঁর সতীর্থ ক্রিকেটাররা। দেখার মতো হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঙ্গে মাশরাফির নাচটা!

মাঠে যাঁদের পাথুরে মুখ দেখেই সবাই অভ্যস্ত, সেই কোচরা পর্যন্ত গলা ছেড়ে গাইলেন, অদ্ভুত ভঙ্গিমায় নাচলেন। বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ সরওয়ার ইমরানের গানের তালে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সালাউদ্দিনের কোমর দুলিয়ে নাচ দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়লেন তাঁদের শিষ্যরা। সালাউদ্দিনের ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্ক ভীষণ প্রশংসিত হয় সব সময়ই, এখন থেকে তাঁকে নৃত্যের প্রশংসা শুনতে হবে নিশ্চিত।

মঞ্চে একসঙ্গে বাংলাদেশের পাঁচ মহাতারকা।
ছবি: সংগৃহীত

উইকেট পেয়ে নাগিন উদ্‌যাপন বিখ্যাত যাঁর সৌজন্যে, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম কাল নাচলেন জনপ্রিয় হিন্দি গান ‘নাগিন নাগিন’ নাচের তালে। তাঁর সঙ্গে ছিলেন তাসকিন আহমেদসহ আরও কয়েকজন সতীর্থ। নাচে কম যাননি মেহেদী হাসান মিরাজও। একবার ভুলে মাশরাফি-সাকিবদের নাচে ঢুকে পড়েছিলেন। নৃত্যে বিঘ্ন ঘটায় মাশরাফি তাঁর পশ্চাদ্দেশে দিয়েছেন ধাক্কা! পরে অবশ্য বরিশাল-সতীর্থ সায়েমের সঙ্গে ইচ্ছেমতো নেচে পুষিয়ে নিয়েছেন মিরাজ।

রাতে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেল, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছিল অনুষ্ঠান, শেষ ১০টায়। মাঝে তিনটা ঘণ্টা কীভাবে তাঁদের কেটে গেছে, কেউ বলতে পারেন না। হইচই, গল্প, আড্ডা, নাচ-গান—কী ছিল না সেখানে! ওহ, আসলটাই তো বলা হলো না—হয়েছে জম্পেশ নৈশভোজ!

মজার তিনটি ঘন্টাই কেটেছে মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিক-তামিমদের।
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানটা এতটাই উপভোগ্য হয়েছে, মাশরাফি পরে ফেসবুকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এভাবে, ‘ভালো লাগা ভালোবাসা এক না...রিয়াদ—খেলা হবে! কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার স্পেশালিস্ট, ম্যানেজার, টিমবয়, ম্যাসিওর এবং সব খেলোয়াড়...অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল, বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ভালোবাসা।’

রাত থেকেই টিম হোটেলের এই অনুষ্ঠান ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা মুগ্ধ চোখে দেখছেন, মাঠের বাইরের জীবনটা কীভাবে উপভোগ করেন বাংলাদেশের ক্রিকেটাররা।