সিরাজের কিপটেমির রেকর্ডে কলকাতার সর্বনাশ

কলকাতার বিপক্ষে আজ দারুণ বল করেন মোহাম্মদ সিরাজছবি: টুইটার

২-২-০-৩!

প্রথম স্পেলে মোহাম্মদ সিরাজের বোলিং বিশ্লেষণ। না, টেস্ট কিংবা ওয়ানডে নয় টি-টোয়েন্টিতে প্রথম দুই ওভারে এমন বোলিং সত্যিই অবিশ্বাস্য। আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এমন চোখ ধাঁধানো বোলিং-ই করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেসার। যা দেখে ভারতীয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্শা ভোগলের টুইট, ‘মোহাম্মদ সিরাজের কী দুর্দান্ত স্পেল! সে লাল বলে ভালো বোলার, এখানে (সাদা বলে আইপিএলে) তেমন বোলিং-ই করল। ২ ওভারে ৩-০...।’

টানা দুই ওভারে দুই মেডেনসহ ৩ উইকেট নেন সিরাজ
ছবি: টুইটার

টি-টোয়েন্টিতে এমন স্বপ্নের শুরু চান যে কোনো বোলার। কলকাতার দুজন ডানহাতি ওপেনার দেখে দ্বিতীয় ওভারে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে বোলিংয়ে আনেননি বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। নতুন বলটা তুলে দেন সিরাজের হাতে।

বাকিটা হাড়ে হাড়ে টের পেলেন কলকাতার ওপেনার রাহুল ত্রিপাঠী এবং তিনে ও চারে নামা দুই ব্যাটসম্যান—নীতিশ রানা ও টম ব্যান্টন। সুইংয়ের ফাঁদে ফেলে প্রথম ওভারে পর পর দুই বলে তুলে নেন ত্রিপাঠী ও রানাকে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওই ওভারে কোনো রান দেননি ভারতের হয়ে একটি ওয়ানডে খেলা এ পেসার।

সিরাজের পরের ওভারেও রানের চাকা ঘোরাতে পারেনি কলকাতা। এবারও তাঁর সুইংয়ে কাবু হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্যান্টন। দ্বিতীয় ওভার শেষে তাঁর বোলিং ফিগারটা ওপরে জানিয়ে দেওয়া হয়েছে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ২ রান দেন সিরাজ। এরপর ১৯তম ওভারে এসে দিয়েছেন ৬ রান। সব মিলিয়ে তাঁর বোলিং বিশ্লেষণ ৪-২-৮-৩। এবারের আইপিএলে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কিপটে বোলিং।

ইতিহাস অবশ্য তার আগেই গড়ে ফেলেন ২৬ বছর বয়সী এ পেসার। আইপিএলে কোনো ম্যাচে প্রথম বোলার হিসেবে ২ ওভার মেডেন নিলেন সিরাজ। এর মধ্যে আবার ৩টি উইকেটও পেয়েছেন তিনি। বেঙ্গালুরু পেসারের এমন দুর্দান্ত শুরুর পর কলকাতা যেন টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের ধাঁচ-ই ভুলে গিয়েছিল!

পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ৮৪ রানে থেমেছে কলকাতার ইনিংস। আইপিএলে এক ইনিংসে অলআউট না হয়ে এটাই সর্বনিম্ন রানের দলীয় ইনিংস। ২০০৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাব পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ৯২ রান তুলেছিল। ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দরও ১টি করে মেডেন নেন। সব মিলিয়ে ৪ মেডেন—আইপিএলে এক ইনিংসে যা রেকর্ড।

১৫তম ওভার শেষে কলকাতার স্কোর ছিল ৬ উইকেটে ৫২। আইপিএলের ইতিহাসে কোনো ইনিংসে ১৫ ওভার শেষে এটাই সর্বনিম্ন দলীয় স্কোরের নজির। কলকাতার হয়ে ৩৪ বলে ৩০ রান করেন অধিনায়ক এউইন মরগান। নয়ে নামা লকি ফার্গূসনের ব্যাট থেকে এসেছে ১৯ রান। ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।