সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

আজ প্রতিপক্ষ হয়ে উঠতে পারে প্রকৃতিও।ফাইল ছবি: প্রথম আলো

করোনাকালে ক্রিকেট এমনিতেই হয়ে পড়েছে রূদ্ধদ্বার। মাঠে দর্শক আসা বন্ধ। খেলোয়াড়েরা জৈব সুরক্ষাবলয়ের ঘেরাটোপে। সংবাদমাধ্যমকেও সবকিছুতে চোখ রাখতে হচ্ছে সামাজিক দূরত্বের চেয়ে বেশি দূরে থেকে।

সব মিলিয়ে খেলাটা এখন যেন হওয়ার জন্যই হওয়া! অন্যভাবে দেখলে, খেলাকে ঘিরে যে বাণিজ্যিক আবর্তন, মাঠে ক্রিকেট রাখাটা শুধু সেটিরই শর্ত পূরণের স্বার্থে। যে দর্শকদের বলা হয় খেলার প্রাণ, তাঁদের স্টেডিয়ামের চৌহদ্দির বাইরে রেখেও যখন একের পর এক খেলা হয়ে যেতে পারছে, ধরেই নেওয়া যায়, দর্শক-বিনোদন এখন আর খেলা আয়োজনের অন্যতম শর্ত নয়। খেলা থেকে আসা অর্থকড়িটাই প্রধান। দর্শকদের জন্য খেলা এখন অনেকটা টিভি সিরিয়ালের মতোই ঘরে বসে দেখার জিনিস।

তো এই বাক্সবন্দী ক্রিকেটের সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজটা যেন আরও বেশি করে ঢুকে পড়ল ঘরের মধ্যে। না ঢুকে উপায় কী! দিনরাত ২৪ ঘণ্টাই সবকিছু যে রকম খরতাপে পুড়ছে, তাতে খেলার জন্য যে খেলোয়াড়েরা মাঠে যাচ্ছেন, সেটাই বেশি।

তীব্র গরমের কারণে মাঠ ছাড়তে হয়েছিল মোস্তাফিজকে।
ছবি: প্রথম আলো

পানিশূন্যতার কারণে মাংসপেশিতে পড়া টান সামলাতে না পেরে পরশু প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান যেভাবে উইকেটের ওপর উল্টে পড়লেন, তীব্র গরমের পার্শ্বপ্রতিক্রিয়া খেলোয়াড়দের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, সেটি ছিল তারই উদাহরণ। পরে মাঠে ফিরলেও ঝুঁকি এড়াতে মোস্তাফিজ বল করেছেন ছোট রানআপে।

তীব্র গরম থেকে ক্রিকেটারদের রক্ষা করতেই কাল শেষ পর্যন্ত ঐচ্ছিক অনুশীলন বাদ দিয়ে হোটেলে দিন কাটিয়েছে বাংলাদেশ দল। পানিশূন্যতা থেকে বাঁচতে প্রচুর পানি পান করতে বলা হয়েছে তাঁদের, পান করানো হচ্ছে ইলেকট্রোলাইটস-সমৃদ্ধ বিশেষ পানীয়ও। সঙ্গে বিশ্রামটাও জরুরি বলেই বাদ দেওয়া হয়েছে অনুশীলন। তাপমাত্রা থেকে বাঁচতে আর ছিল পর্যাপ্ত সাঁতারের পরামর্শ। ক্রিকেটাররাও রুমের বাইরে হোটেলের সাঁতারপুলেই বেশি সময় ছিলেন।

তামিম-মুশফিকরা আজও জ্বলে উঠতে পারবেন?
ছবি: প্রথম আলো

সাঁতার, জিম আর টিম মিটিংয়ের সময়টুকু বাদ দিলে দিনটা বলতে গেলে ছুটির মেজাজেই কেটেছে দলের সবার জন্য। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পর এমন গরম আবহাওয়ার দিনে সেটিই ছিল স্বাভাবিক।

প্রথম ওয়ানডেতে হারা প্রতিপক্ষ শ্রীলঙ্কা গতকালের দিনটাকে কাজে লাগাতে পারত ভুলত্রুটি শোধরানোর জন্য। কিন্তু তাদেরও বেশির ভাগ ক্রিকেটার হোটেল থেকে বের হননি। শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে গেছেন শুধু প্রথম ওয়ানডেতে না খেলা তিন ক্রিকেটার। কোচদের মধ্যে যাননি প্রধান কোচ মিকি আর্থার নিজেই।

আবহাওয়ার পূর্বাভাস অবশ্য বলছে, আজ গরম কমার উপলক্ষ তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ঢাকায়। তাতে শেষ পর্যন্ত গরম কতটা কমবে কে জানে, তবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেটা বৃষ্টিতে ভেসে যাওয়ার, নিদেনপক্ষে বৃষ্টিবিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর থেকেই বেশি।

বাকি দুই ম্যাচের একটি জিতলেই ওয়ানডে সিরিজটা হয়ে যাবে বাংলাদেশের

বৃষ্টির জন্য শেষ পর্যন্ত আজকের ম্যাচ হতে না পারলে শ্রীলঙ্কার যেমন এই সিরিজটাই আর জেতার সুযোগ থাকবে না, তেমনি একটা অপেক্ষা বাড়বে বাংলাদেশেরও। সে অপেক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের।

শ্রীলঙ্কার বিপক্ষে গত পরশু পর্যন্ত ৪৯টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে ৮টিতে। টেস্টে তাদের বিপক্ষে ২২ ম্যাচে জয় মাত্র একটি এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪ জয়। তবে তিন সংস্করণের কোনোটিতেই আজ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের, যে হাতছানি এবার তাদের সামনে আছে ভালোভাবেই।

এখন সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশের।
ছবি: প্রথম আলো

বাকি দুই ম্যাচের একটি জিতলেই ওয়ানডে সিরিজটা হয়ে যাবে বাংলাদেশের এবং তামিম ইকবালের দল চাইবে আজ দ্বিতীয় ওয়ানডেতেই সে আনুষ্ঠানিকতা সেরে ফেলতে। আর সেটা হলে আরেকটি কাজও হয়ে যাবে। আজ জয় পেলেই ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৫০ পয়েন্ট নিয়ে তখন ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে টপকে যাবেন তামিম-মুশফিকরা। এতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সঙ্গে রাঙানো যাবে তাদের সঙ্গে বাংলাদেশের ৫০তম ওয়ানডেটিও। এর চেয়ে বেশি ওয়ানডে বাংলাদেশ দল শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই (৭৫টি) খেলেছে।

এমন একটি ম্যাচের আগে বাংলাদেশ আগের ম্যাচে জেতা দলটাকেই খেলাবে জানা কথা। ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার রেওয়াজ যে নেই এই দলে! তবে প্রথম ম্যাচে চোট পাওয়া মোস্তাফিজের অবস্থা যদি নতুন করে বিগড়ে যেত, তাহলে ভিন্নকথা ছিল। আশার কথা, সে সমস্যা কাটিয়ে উঠেছেন মোস্তাফিজ।