সুন্দরদের সুন্দরের অভিনন্দন

ব্রিসবেন টেস্ট জয়ের পর ভারতের খেলোয়াড়দের উচ্ছ্বাস।ছবি: এএফপি

অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফেরাটা যেকোনো দলের জন্যই অবিস্মরণীয় এক উপলক্ষ। যেকোনো দলই অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরলে পুরো ক্রিকেট বিশ্বেরই প্রশংসায় ভাসে। এবার ভারতের অস্ট্রেলিয়া–জয়ের মাহাত্ম্যটা আরও বেশি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য সিরিজের প্রথম টেস্ট খেলে দেশে ফিরে গেছেন অধিনায়ক বিরাট কোহলি। এরপর সিরিজের মাঝে ভারত দলে হানা দিয়েছে চোট। ব্রিসবেনে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে তারা চোটের কাছে হারিয়েছে যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। সব মিলিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচটা ভারত খেলতে নেমেছে একটি অনভিজ্ঞ দল নিয়ে। সেই দলই কিনা ব্রিসবেন টেস্ট জিতিয়ে ভারতকে এনে দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ!

এমন এক কীর্তির পর প্রশংসায় তো ভেসে যাওয়ারই কথা ভারতীয় খেলোয়াড়দের। ভারতের খেলোয়াড়েরা প্রশংসায় ভাসছেনও। বিশেষ করে ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, নটরাজন, ঋষভ পন্তদের মতো তরুণ ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ পণ্ডিত থেকে শুরু করে সাধারণ ক্রিকেট অনুসারীরা। শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডসদের মতো কিংবদন্তিরা ভারতের তরুণ ক্রিকেটারদের প্রশংসা করতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর ভারত দলকে অভিনন্দন জানিয়েছেন সার্চ ইঞ্জিন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।
ফাইল ছবি: এএফপি

সার্চ ইঞ্জিন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এই দলের মানুষ নন। তবে ক্রিকেট খেলাটা অনুসরণ করেন তিনি। ব্রিসবেনে ভারদের ঐতিহাসিক জয়ের পর পিচাইও প্রশংসায় ভাসিয়েছেন ভারতের খেলোয়াড়দের। অন্যদের মতো সুন্দর পিচাইও সুন্দর-শার্দুলদের প্রশংসা করতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। ব্রিসবেন টেস্ট শেষ হতেই তিনি টুইট করেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা টেস্ট সিরিজ জয়। অভিনন্দন ভারত দলকে।’ ভারত দলের প্রশংসা করলেও সুন্দর পিচাই কৃতিত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকেও, ‘অস্ট্রেলিয়াও ভালো ক্রিকেট খেলেছে। অসাধারণ এক সিরিজই দেখলাম।’

বোর্ডার–গাভাস্কার সিরিজের ট্রফি নিয়ে ভারতের খেলোয়াড়দের উচ্ছ্বাস।
ছবি: এএফপি

অ্যাডিলেডে প্রথম টেস্টটি হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে কোহলির দল অলআউট হয়েছিল ৩৬ রানে, যেটা ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের দলীয় স্কোর। সেই ধাক্কা কাটিয়ে কোহলিবিহীন ভারত মেলবোর্নে জিতে নেয় দ্বিতীয় টেস্ট। সিডনি তৃতীয় ম্যাচটি হয়েছে ড্র। আজ ব্রিসবেনে ৩ উইকেটে জিতে ভারত সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

ভারতকে সিরিজ জেতাতে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ চেতেশ্বর পূজারা করেছেন ফিফটি। তরুণ শুভমান গিল খেলেছেন ৯১ রানের সাহসী এক ইনিংস। ঋষভ পন্ত করেছেন অপরাজিত ৮৯ রান। এর আগে দুই ইনিংসেই ভালো বোলিং করেছে ভারতের অনভিজ্ঞ পেস আক্রমণ।

সব মিলিয়ে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩২৮ রানের লক্ষ্যে ৭ উইকেট হারিয়েই পৌঁছে যায় ভারত। ১৯৮৮ সালে ‘অপ্রতিরোধ্য’ ওয়েস্ট ইন্ডিজের পর এই প্রথম অস্ট্রেলিয়ার ‘অভেদ্য’ দুর্গ ব্রিসবেনে টেস্ট জয়ের কীর্তি গড়েছে ভারত।