সুপার টুয়েলভে দলের কাছ থেকে আর একটু বেশি চাই

মোহাম্মদ আশরাফুলফাইল ছবি: প্রথম আলো

পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়টা আসলে ক্রিকেটারদের মানসিকভাবে অনেক চাঙা করবে। মানছি, দলটা বেশ দুর্বল।

তবে প্রথমে ব্যাটিং করে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা স্কোর (১৮১) সুপার টুয়েলভে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস জোগাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ আজ ৮৪ রানের বড় ব্যবধানে জিতেছে। এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু ১৮১ রানের জবাবে পাপুয়া নিউগিনি যেখানে একপর্যায়ে ২৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল, সেখান থেকে ৯৭ রান করে থেমেছে। এটি আমার ভালো লাগেনি।

একপর্যায়ে তো মনে হচ্ছিল ওরা ৫০ রানও করতে পারবে না, সেটিই হয়ে গেল ৯৭! স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এমন ব্যাপার দেখা গেছে। ৫৬ রানের স্কটল্যান্ডের ৬ উইকেট ফেলে দেওয়ার পর তারা সেদিন ১৪০ করেছিল। আমরা ম্যাচটা হেরেছি। এই জায়গাগুলোতে আরও সতর্ক হতে হবে।

পাপুয়া নিউগিনিকে শুরুতে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ
ছবি: এএফপি

ওমানের বিপক্ষে জয়ী একাদশটাই ছিল আজ। আমি আগের কলামে কিছুটা পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছিলাম। সেটি হয়নি। টিম ম্যানেজমেন্ট হয়তো আরও ভেবেই সিদ্ধান্তটা নিয়েছে। লিটন দাসকে আরও একটা সুযোগ দিয়েছে। লিটন আজ সুযোগটা কাজে লাগানোর পথে ছিল। কিন্তু ওর দুর্ভাগ্য। খুব ভালো একটা ক্যাচে সে আউট হয়েছে। ২৩ বলে ২৯ রানের ইনিংসটি আরও বড় হতেই পারত।

সাকিব তো ব্যাটে-বলে দুর্দান্ত। খুব ভালো একটা সময়ে আমরা সাকিবকে ফিরে পেয়েছি। আজ গরমটাই ওকে কাবু করে ফেলেছিল। নয়তো আরও বড় ইনিংস খেলত। ক্যাচটাও ছিল অসাধারণ। মাহমুদউল্লাহ ব্যাট দিয়ে আজ অনেক কিছু প্রমাণ করেছে।

তাঁর ইনিংসটি দেখে মনে হয়েছে, সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তবে দুর্দান্ত ব্যাটিং করেছে সাইফউদ্দিন। ৬ বলে ১৯ রানের ইনিংসটিই বাংলাদেশের সংগ্রহ বড় করতে সাহায্য করেছে। ওর কাছ থেকে এমন ইনিংসই চাই আমরা। আফিফও সুযোগ হারিয়েছে। তাঁর উচিত ছিল শেষ পর্যন্ত খেলা। সুপার টুয়েলভে আফিফকে আরও সতর্ক হতে হবে।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ভালো ব্যাট করেন সাকিব
ছবি: এএফপি

সুপার টুয়েলভে বড় পরীক্ষাই দেবে বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে ওঠায় আমরা পড়ছি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের গ্রুপে। শ্রীলঙ্কাও হয়তো পড়বে। আফগানিস্তান থাকবে। ভারত, পাকিস্তানের গ্রুপে না পড়ে ভালোই হয়েছে। আমাদের জয়ের সুযোগ থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়টা মানসিকভাবে আমাদের সাহায্য করবে। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে যে খেলাটা বাংলাদেশ খেলেছে, এর চেয়ে আর ২০ শতাংশ বেশি দিতে হবে ওই ম্যাচগুলো। আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা সেটি পারবে।

সুপার টুয়েলভের ম্যাচগুলোর জন্য শুভ কামনা থাকল।