সেঞ্চুরির পথে আমিনুল
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সিরিজের শেষ তিন দিনের ম্যাচের প্রথম দিনে নজর কাড়ল মাহমুদুল হাসান ও আমিনুল ইসলাম।
১২ চার ও ৩ ছক্কায় ১০১ বলে ৮১ রান করে আউট হয়েছে মাহমুদুল। সে সেঞ্চুরি না পেলেও আমিনুল আছে সেঞ্চুরির অপেক্ষায়। ২০৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৯২ রানে অপরাজিত আছে সে। ৬ উইকেটে ২৭৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বিসিবি। আজ সেঞ্চুরির জন্যই মাঠে নামবে ১৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
চার ম্যাচ সিরিজের প্রথমটিতেও সেঞ্চুরি করেছিল আমিনুল। পাশাপাশি লেগ স্পিনে নিয়েছে ৬ উইকেটও।