সেভেন রিংস সিমেন্টের সঙ্গে তামিম ইকবাল

সেভেন রিংস সিমেন্টের শুভেচ্ছা দূত হলেন তামিম ইকবাল।
ছবি: সংগৃহীত

সেভেন রিংস সিমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি দেশের অন্যতম শীর্ষ এই সিমেন্ট ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। সম্প্রতি তামিম সেভেন রিংস সিমেন্টের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তি সই করেন।

সেভেন রিংসের পক্ষে চুক্তি সই করেন প্রতিষ্ঠানের পরিচালক তাহ্‌মিনা আহমেদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস সিমেন্টের পরিচালক ও প্রধান নির্বাহী শেখ রায়হান আহমেদ, পরিচালক সাইফ রহমান, প্রধান অর্থ কর্মকতা ও কোম্পানি সচিব মো. কাউসার আলম, প্রধান টেকনিক্যাল কর্মকর্তা নান্টু কুমার দে, প্রধান বিপণন কর্মকর্তা গৌতম চ্যাটার্জী। এমএসডি প্রধান মো. হারুন-উর-রশিদ, উপমহাব্যবস্থাপক (ব্র্যান্ড ও কমিউনিকেশন) আতিক আকবরসহ সেভেন রিংস সিমেন্টের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তা।

সেভেন রিংস সিমেন্ট হংকংভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান শুন শিং গ্রুপের বিখ্যাত সিমেন্ট ব্র্যান্ড। বিগত তিন দশক তারা বাংলাদেশে আন্তর্জাতিক মানের সিমেন্ট উৎপাদন ও সরবরাহ করে আসছে। এ ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে তামিম নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘সেভেন রিংস সিমেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি গর্ব বোধ করছি। সেভেন রিংস সিমেন্টই একমাত্র সিমেন্ট প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের তিনটি ভিন্ন জায়গায় তিনটি সিমেন্ট কারখানা আছে। আমি আরও গর্বিত যে এটি বিদেশেও রপ্তানি হচ্ছে অনেক দিন ধরে।’

তামিমকে শুভেচ্ছাদূত বানাতে পেরে তৃপ্ত প্রতিষ্ঠানটির পরিচালক তাহ্‌মিনা আহমেদ, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত।’