সেরা করদাতা তামিম-মাহমুদউল্লাহ-সৌম্য

সেরা করদাতা খেলোয়াড় হয়েছেন তামিম, মাহমুদউল্লাহ ও সৌম্য
ছবিঃ প্রথম আলো

তামিম ইকবালের নামটা এ তালিকায় কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। তবে ২০২০-২১ করবর্ষে খেলোয়াড় ক্যাটাগরিতে তামিমের সঙ্গে এবার শীর্ষ তিনে আছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের নামও।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২০-২১ করবর্ষের জন্য সেরা করদাতা হিসেবে বুধবার ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে নেই তামিম ইকবাল ও সৌম্য সরকার
ছবি: প্রথম আলো

এর মধ্যে বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতা ও ৬৬টি প্রতিষ্ঠানকে কর কার্ড দিচ্ছে এনবিআর। ব্যক্তি পর্যায়ের ১০ নম্বর ক্যাটাগরি ‘খেলোয়াড়’-এ সেরা তিন করদাতা হিসেবে আজ তামিম, মাহমুদউল্লাহ ও সৌম্যর নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে শুক্রবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজে অবশ্য অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া বাকি দুজনই খেলতে পারছেন না। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম। ব্যাট হাতে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন সৌম্য।