সৌরভকে দেওয়া জমি ফিরিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

সৌরভ গাঙ্গুলী।
ছবি: টুইটার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীকে পশ্চিমবঙ্গ সরকার একটি স্কুল গড়ার জন্য কলকাতার নিউ টাউনে দুই একর জমি দিয়েছিল। কিন্তু সেই জমিতে এখনো সৌরভ কোনো স্কুল গড়ে তোলেননি; বরং সেই জমি রাজ্য সরকারকে গত আগস্টে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন।

রাজ্য সরকার এত দিন সেই আবেদনে সাড়া না দিলেও এখন ওই জমি সৌরভের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। ২০১৩ সালে রাজ্য সরকার গরিব ছাত্রছাত্রীদের জন্য একটি স্কুল গড়তে দুই একর জমি অর্ধমূল্যে সৌরভকে দিয়েছিল।

সাম্প্রতিক কালে সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার খবর প্রচারিত হওয়ায় সাবেক অধিনায়ক তাঁকে দেওয়া জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। সৌরভের স্ত্রী ডোনা এর আগে বলেছিলেন, সৌরভ রাজনীতিতে যোগ দিলে সেখানেও শীর্ষে থাকবেন। এরপরই রাজ্যজুড়ে খবর ছড়িয়ে পড়ে, সৌরভ সত্যিই রাজনীতিতে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন। খবরও রটে, তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন।

আরও খবর রটে, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে সৌরভকে মুখ্যমন্ত্রীর মুখ করে প্রচারে নামবে বিজেপি। এসব খবর প্রচারের মধ্যে গত আগস্টে সৌরভ রাজ্য সরকারের তাঁকে দেওয়া দুই একর জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।

এই জমির মালিক পশ্চিমবঙ্গ সরকারের হিডকো জমি ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। এই হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন বলেছেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সৌরভের অনুরোধ মেনে তাঁকে দেওয়া জমি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই জমি বাবদ রাজ্য সরকারের নেওয়া অর্থও সৌরভকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
মূলত গত রোববার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌরভের সাক্ষাতের পর সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়টি প্রচারের আলোতে আসে। সোমবার আবার সৌরভ দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেও উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই জল্পনা–কল্পনার মধ্যেই পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা বলেছেন, একুশের নির্বাচনে সৌরভের নেতৃত্বে লড়বে বিজেপি। যদিও সিপিএম নেতা, তথা শিলিগুড়ি পৌর করপোরেশনের সাবেক মেয়র ও সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য সৌরভকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন।