সৌরভকে নিয়ে ভারতীয় বোর্ডে অনেক ক্ষোভ

সৌরভকে নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে ভারতীয় বোর্ডে।ছবি: এএফপি

গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। দায়িত্ব নিয়েই নানা চমক দেখিয়েছিলেন। কিন্তু এক বছর যেতে না যেতেই সাবেক অধিনায়কের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বোর্ডের মধ্যেই। স্বার্থের সংঘাত নিয়ে তাঁর বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই অভিযোগ ছিল। এখন সেটি ডালপালা মেলেছে। ২৪ ডিসেম্বর আহমেদাবাদে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এসব নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হতে দেখা যেতে পারে তাঁকে।

সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন পণ্যের দূত হওয়ার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছিলেন। প্রশ্ন উঠছে এসব নিয়েই। সৌরভ এই সময় এমন কিছু পণ্যের দূত হয়েছেন, যেগুলো সরাসরি বিসিসিআইয়ের পৃষ্ঠপোষকতা নীতিমালার বা পৃষ্ঠপোষকদের স্বার্থবিরোধী। এই যেমন তিনি ‘মাই সার্কেল ইলেভেন’ নামের একটি ফ্যান্টাসি গেমের দূত হয়েছেন, যেটির সঙ্গে আইপিএলের মূল পৃষ্ঠপোষক ড্রিম ইলেভেনের স্বার্থের সংঘাত এরই মধ্যে লেগে গেছে। সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে তিনি যত খুশি পণ্যের দূত হতে পারেন, কিন্তু বিসিসিআইয়ের সভাপতি বোর্ডের পৃষ্ঠপোষকের বাজার প্রতিদ্বন্দ্বীদের পণ্যের বিজ্ঞাপন করছেন—এটা নিশ্চয়ই খুব ভালো কথা নয়। ড্রিম ইলেভেন এসব নিয়ে এখনো তেমন উচ্চবাচ্য করেনি, কিন্তু বিভিন্ন সূত্রের খবর, তারা ব্যাপারটি নিয়ে বেশ অসন্তুষ্টই।

বোর্ড সভাপতি হয়েও বোর্ডের পৃষ্ঠপোষকদের বাজার প্রতিদ্বন্দ্বীদের বিজ্ঞাপনের মডেল সৌরভ। ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিসিসিআইয়ে সৌরভবিরোধী পক্ষ মনে করে, সভাপতি টাকার পেছনে ছুটছেন। তিনি ব্যক্তিগত স্বার্থ নিয়ে মেতে আছেন কোনো নীতিমালার তোয়াক্কা না করেই। ২৪ ডিসেম্বরের সভা এসব নিয়ে উত্তপ্ত হতে পারে বলে মত বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের। তারা জানিয়েছে, এ সভায় ১০ জনেরও বেশি বোর্ড সদস্য সৌরভের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের প্রশ্নগুলো তুলতে পারেন।

ড্রিম ইলেভেনের মতোই ‘বাইজু’স’ নিয়েও সমস্যা আছে। ভারতের জনপ্রিয় এই শিক্ষামূলক অ্যাপ ভারতীয় ক্রিকেট দলের মূল পৃষ্ঠপোষক। সৌরভ এরপরও নিজে অন্য একটি শিক্ষামূলক অ্যাপের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। বাইজু’সও এ নিয়ে কখন প্রতিবাদমুখর হয়ে ওঠে, কে জানে!

এদিকে, আইপিএলে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়। সৌরভ এই আদানি গ্রুপের ভোজ্যতেল ব্র্যান্ডের পণ্যদূত। জেএসডব্লু সিমেন্টের সঙ্গে করোনার বিরতির মধ্যে গত জুনে সৌরভ চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই জেএসডব্লু গ্রুপ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ৫০ শতাংশ শেয়ারের মালিক। সৌরভ বিসিসিআই সভাপতি হওয়ার আগে এই দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন ২০১৯ মৌসুমে। এ বছরের আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াশ আয়ারকে টিপস দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। বিসিসিআইয়ের সভাপতি ঘরোয়া টুর্নামেন্টের কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে পরামর্শ দিতে পারেন কি না, বিতর্কের বিষয়বস্তু ছিল এমনই। সৌরভ অবশ্য তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে সেই বিতর্ক উড়িয়েছিলেন। বলেছিলেন, ভারতের হয়ে ৫০০ ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ তিনি। যেকোনো তরুণ ক্রিকেটারকেই পরামর্শ দিতে বাধা নেই তাঁর।