স্বপ্ন কি প্রতিদিন পরিবর্তন হয় নাকি

ব্যাটে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন সাকিবছবি: এএফপি

ব্যাটিং-বোলিংয়ে সাকিব আল হাসানের যেমন জুড়ি মেলা ভার, তেমনি কাটা কাটা কথা বলায়ও তাঁর জবাব নেই। ওমানের বিপক্ষে জয়ের পর যেমন সাকিবের পাল্টা প্রশ্নের জবাব খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে উঠল।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারে পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ওমানকে হারিয়ে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে ফেরার সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের লক্ষ্যটা এখন কি?

প্রশ্নটা এক দিক বিচারে বেশ হালকাই। বাংলাদেশ যেহেতু এখনো সুপার টুয়েলভ নিশ্চিত করতে পারেনি এবং পথটাও বেশ হিসেব-নিকেশের, তাই এমন পরিস্থিতিতে আগে কোয়ালিফাই করাই হবে মূল লক্ষ্য।

তারপর হয়তো ম্যাচ ধরে ধরে এগোনোর লক্ষ্যস্থির করবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে বাংলাদেশে থাকতেই এসব কথা বলে গেছে মাহমুদউল্লাহর দল। সাকিব তাই ওই প্রশ্নের জবাবে যেন একটু বিরক্তিই প্রকাশ করলেন, ‘আমাদের স্বপ্নের কথা তো আমরা বলেই এসেছি। স্বপ্ন কি প্রতিদিন পরিবর্তন হয় নাকি?’

সাকিব এর পর একটু ব্যাখ্যার ছলে পাল্টা খোঁচাও মারলেন, ‘প্রথম আমাদের লক্ষ্য পরবর্তী স্টেজে কোয়ালিফাই করা। এরপর সেমিফাইনাল খেলা। আমরা যখন দেশ থেকে আসি, তখন তো আমাদের একটা বড় স্বপ্ন নিয়ে আসতে হবে। যদি বলেই আসি সব ম্যাচ হারব, আমরা হারতে যাচ্ছি, আপনার কি সেটা খুশি মনে নেবেন? মেনে নিলে পরের বার এটাই করব।’

ওমানকে ২৬ রানে হারিয়ে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ। এই জয়কে স্বস্তি হিসেবেই দেখছেন ম্যাচসেরা সাকিব, ‘অবশ্যই স্বস্তির জয়। ড্রেসিং রুমে পরিবেশের জন্য ভালো হবে। এই জয় আমাদের একটু হলেও স্বস্তি দেবে।’ দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। ওমান (‍+০.৬১৩) সমান ২ পয়েন্ট পেলেও রান রেটে বাংলাদেশের (‍+০.৫০০) চেয়ে এগিয়ে দুইয়ে।

সাকিব মনে করেন এখনো ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিয়ে সুপার টুয়েলভে ওঠার আশা টিকে রয়েছে বাংলাদেশের। তবে শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের আশা করছেন তিনি, ‘ভালোভাবে জিতলে আমরা ওঠার আশা করব। এখনো শীর্ষে থেকে ওঠার সম্ভাবনা আছে। দুইয়ে থেকেও যেতে পারব।’

এই ম্যাচে ২৯ বলে ৪২ রান করেছেন সাকিব, ২৮ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। তবে ব্যাটিংয়ে রান কিছু কম উঠেছে বলে মনে করেন সাকিব। দুটি ক্যাচ ছাড়ার ব্যাখ্যাও দিলেন এ তারকা অলরাউন্ডার, ‘আরও ২৫ রান করা উচিত ছিল। ১৭০ করতে পারলে যেকোনো দলের বিপক্ষেই লড়াই করা যায়। রাতে ক্যাচ ধরা কঠিন। বল আলোর ওপরে গেলে হারিয়ে যায়।’