স্বাধীনভাবে খেলার ডাক কাশ্মীর প্রিমিয়ার লিগে

কাশ্মীর প্রিমিয়ার লিগের লোগো উন্মোচন অনুষ্ঠান।ছবি: টুইটার

কাশ্মীরের ক্রিকেটাররা এবার ডাক দিলেন স্বাধীনভাবে খেলার। পোশাকি নাম কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল), টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন সংযোজন। টুর্নামেন্টের অফিশিয়াল লোগোতে লেখা, ‘খেলো আজাদি সে।’ স্বাধীনভাবে খেলার এ ডাকে কীভাবে সাড়া দেন ক্রিকেটাররা সেটা টের পাওয়া যাবে আগামী বছর। ২০২১ সালে কাশ্মীরের ছয়টি দল নিয়ে শুরু হবে এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ছয়টি দলের পাঁচটিই অংশ নেবে আজাদ জম্মু ও কাশ্মীর থেকে। অন্যটি কাশ্মীরি দিয়াসপোরাদের অর্থাৎ কাশ্মীর থেকে অন্য কোথাও আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিয়ে গড়া দল।

টুর্নামেন্টের ছয়টি দল হচ্ছে মুজাফফরাবাদ টাইগার্স, মিরপুর রয়্যালস, কোটলি প্যানথারস, রাওয়ালাকোট হকস, বাগ স্ট্যালিয়নস ও ওভারসিস ওয়ারিয়র্স। আজ ইসলামাবাদে হয়ে গেল এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন। আজাদ জম্মু ও কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান এই অনুষ্ঠানে এসে বলেন, কাশ্মীরের মানুষ খেলা ভালোবাসে। আর কাশ্মীরের যুবাদের প্রতিভা দেখানোর আরেকটি মঞ্চ এ টুর্নামেন্ট। টুর্নামেন্টটি সফল করতে তাঁর সরকার সব রকম সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

এ ছাড়া কাশ্মীরের দাবির কথা বিশ্বের দরবারে তুলে ধরা এবং কেপিএল আয়োজনের জন্য তিনি পাকিস্তানের কাশ্মীরবিষয়ক সংসদীয় কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পাকিস্তান ও কাশ্মীর একে অন্যকে ছাড়া পরিপূর্ণ নয়। কাশ্মীর কমিটির চেয়ারম্যান শেহরিয়ার আফ্রিদির অনুরোধে প্রেসিডেন্ট মাসুদ খান বলেন, কেপিএলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সবকিছু তদারক করবেন তিনি।

কাশ্মীর কমিটির চেয়ারম্যান শেহরিয়ার আফ্রিদির আগ্রহেই আয়োজিত হচ্ছে এ টুর্নামেন্ট।
ছবি: টুইটার

কেপিএলকে জাঁকজমকপূর্ণ করতে কোনো আয়োজনের কমতি রাখতে চায় না টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যে কারণে এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত করা হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। তিনি এই অনুষ্ঠানে এসে বলেন, ‘এমন অনুষ্ঠানে এসে আমি সত্যি আনন্দিত এবং কেপিএলের শুভেচ্ছাদূত হতে পেরে সম্মানিত বোধ করছি।’ পাকিস্তান ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ আজহার মেহমুদ এই টুর্নামেন্টের প্রধান কোচ। তিনিও কাশ্মীর লিগে কাজ করতে পেরে ভীষণ খুশি।

এবার দেখার পালা কাশ্মীর থেকে কেমন ক্রিকেট প্রতিভা উঠে আসে।