হতাশা ভুলতে আইপিএলের অধীর অপেক্ষায় ধোনি

আইপিএলের গত মৌসুমটা ভালো কাটেনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের।
ছবি: টুইটার

আইপিএল শুরু হতে আরও ২৩ দিনের অপেক্ষা। কিন্তু চেন্নাই সুপার কিংসকে নিয়ে মাঠে নামতে মহেন্দ্র সিং ধোনির যেন তর সইছে না! এমনটাই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল। চেন্নাই অধিনায়ক ধোনির এত অধীর অপেক্ষা কেন? পার্থিব মনে করেন, গত মৌসুমের ব্যর্থতা ঘুচিয়ে এবার ভালো কিছু করতে উন্মুখ হয়ে আছেন ধোনি আর তাঁর দল চেন্নাই সুপার কিংস। এবার শুরু থেকেই দলের সফলতার চাকা ধোনি ঘুরতে দেখতে চান বলেও উল্লেখ করেছেন পার্থিব প্যাটেল।

করোনাভাইরাস মহামারির কারণে গত মৌসুমে অনেকটাই অগোছালো হয়ে পড়েছিল আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই। করোনাভাইরাস মহামারির ঝুঁকি নিয়ে খেলতে চাননি বলে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়েও আবার দেশে ফিরে গেছেন দলটির সবচেয়ে সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগই দেননি অফ স্পিনার হরভজন সিং। তাঁকে পরে ছেড়েই দিয়েছে চেন্নাই।

মহেন্দ্র সিং ধোনি এবার শুরুটা ভালো করতে চান আইপিএলে।
ফাইল ছবি: এএফপি

এবার ভারতের মাঠে ৯ এপ্রিল শুরু আইপিএলে খেলবেন রায়না। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন তরুণ ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়। বিদেশি খেলোয়াড় ফাফ ডু প্লেসি, মঈন আলী, স্যাম কারেন, মিচেল স্যান্টনাররাও উন্মুখ হয়ে আছেন এ মৌসুমে দলকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সব মিলিয়ে গত মৌসুমে আট দলের টুর্নামেন্টে সপ্তম হওয়া চেন্নাইয়ের অধিনায়ক ধোনি আবার আইপিএলে নেমে ভালো কিছু করার জন্য উন্মুখ।

স্টার স্পোর্টসের অনুষ্ঠান ক্রিকেট কানেকটেডে পার্থিব প্যাটেল বলেছেন, ‘দেখুন, নিশ্চিত করেই তারা একটু হতাশ ছিল। চেন্নাইয়ে মঈন আলীর মতো খেলোয়াড় আছে। ছিল কে গৌতমের মতো খেলোয়াড়ও। সমস্যা ছিল শুধু টুর্নামেন্টে তারা স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারেনি। মৌসুমের শেষের দিকে অবশ্য রুতুরাজ গায়কোয়াড় জ্বলে উঠেছিল।’

সর্বশেষ আইপিএলে আট দলের মধ্যে সপ্তম হয়েছিল চেন্নাই সুপার কিংস।
ফাইল ছবি: এএফপি

এবারের আইপিএলে চেন্নাই দলের শক্তি নিয়ে পার্থিব প্যাটেল বলেছেন, ‘সুরেশ রায়না আবার স্কোয়াডে ফিরছে। আমি মনে করি সিএসকের ব্যাটিং লাইনআপে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইপিএলে সে এখন পর্যন্ত কী করেছে, তা সবাই জানে। রায়নার ফেরা আর ঘরোয়া ক্রিকেটে রুতুরাজের ছন্দে থাকা—এই দুইয়ের সঙ্গে আছেন এমএস ধোনি। এরা সবাই অসাধারণ খেলোয়াড়। লম্বা সময় ধরে এদের হিসেবের বাইরে রাখতে পারবেন না আপনি।’

ধোনির আইপিএলে নামার জন্য উন্মুখ হয়ে থাকা প্রসঙ্গে পার্থিব প্যাটেলের মত, ‘তাঁর (এমএস ধোনি) গত বছর ভিন্ন রকম একটা মৌসুমই কেটেছে। তাঁর সঙ্গে আমার কয়েকবারই কথা হয়েছে। সেই কথা বলা থেকেই মনে হয়েছে কী অধীর অপেক্ষায় আছেন। এবার শুরু থেকেই দলের সফলতার চাকা ঘোরা সচল রাখতে চান তিনি।’ গত বছরের ব্যর্থতা ভুলে সেটা ধোনির চেন্নাই পারবে বলেও মনে করেন পার্থিব, ‘তারা ঠিকই জানে প্রথম বা দ্বিতীয় ম্যাচে জয় পেলে ভালো একটা শুরুর বিশ্বাস ফিরে পাবে। এ কারণেই আমি বলব, ইতিবাচকভাবে টুর্নামেন্ট শুরু করতে সিএসকের খুব বেশি সময় লাগবে না।’