হাতে সেলাই, ছিটকে গেলেন তাসকিন

তাসকিন আহমেদ।ফাইল ছবি: প্রথম আলো

বাঁ হাতের চোটে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলা হচ্ছে না মোহামেডানের ফাস্ট বোলার তাসকিন আহমেদের। তবে এ মাসের শেষে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে তাসকিনের খেলতে সমস্যা হবে না।

খেলাঘর-মোহামেডানের ১৬ জুনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তাসকিন। বাঁ হাত ফেটে যাওয়ায় সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। আপাতত দুই সপ্তাহের বিশ্রামে থাকবেন তিনি।

তাসকিন।
ফাইল ছবি: প্রথম আলো

তাসকিনের চোটের ব্যাপারে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেছেন, ‘এসব ক্ষেত্রে দুই সপ্তাহর মতো সময় লাগে ঠিক হতে। আমরা এমনই আশা করছি। জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আমরা কোনো ঝুঁকি দেখছি না।’

তাসকিন আহমেদ।
ফাইল ছবি

গত জানুয়ারির ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই রকম চোট নিয়ে খেলতে হয়েছে তাসকিনকে। বাঁ হাতে ব্যান্ডেজ করে বোলিং করেছিলেন তিনি।

এবারের প্রিমিয়ার লিগে তাসকিন খেলেছেন ৮টি ম্যাচ। দলের পক্ষে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

দারুণ ছন্দে আছেন তাসকিন।
ফাইল ছবি : এএফপি

সুপার লিগে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও পাবে না মোহামেডান। ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন তিনি।

চোটের কারণে সুপার লিগে খেলবেন না জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। হাঁটুর চোটে প্রাইম ব্যাংক পাচ্ছে না অভিজ্ঞ ওপেনারকে।