হারের সঙ্গে শাস্তিও পেতে হচ্ছে ভারতকে

হারের পর ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে হাত মেলাচ্ছেন চেতেশ্বর পূজারাছবি: রয়টার্স

এজবাস্টনে ইংল্যান্ডের কাছে ভারত শুধু হারেনি, পেতে হচ্ছে শাস্তিও। স্লো ওভাররেটের জন্য ২টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট কাটাও পড়েছে ভারতের।

এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পাকিস্তানের নিচে চারে নেমে গেল যশপ্রীত বুমরার দল।

আরও পড়ুন

ভারতকে ৭ উইকেটে হারিয়ে ২–২ ব্যবধানে সমতায় ফিরে সিরিজ শেষ করল ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে তাকালে মন খারাপ হতে পারে বিরাট কোহলিদের।

এজবাস্টনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করতে পারেননি ভারতের বোলাররা
ছবি: রয়টার্স

৫২.০৮ শতাংশ পয়েন্ট নিয়ে চারে ভারত। ৫২.৩৮ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। অর্থাৎ স্লো ওভাররেটের জন্য ২ পয়েন্ট কাটা না পড়লে টেবিলে পাকিস্তানের ওপরেই থাকত ভারত। ৭১.৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা এবং ৭৭.৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

ভারতের একাদশের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও করা হয়েছে। পাঁচ টেস্টের এই সিরিজ গত বছরই শেষ হওয়ার কথা ছিল। ভারতীয় শিবিরে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় সিরিজের শেষ টেস্টটি তখন না খেলে এ বছর এজবাস্টনে খেলা হলো।

এই সিরিজে স্লো ওভারেটের কারণে দ্বিতীয়বারের মতো শাস্তি পেল ভারত। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে তৃতীয়বারের মতো এই শাস্তি পেল উপমহাদেশের দলটি। নটিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২ পয়েন্ট হারায় ভারত। এ ছাড়া গত জানুয়ারিতে সেঞ্চুরিয়ন টেস্টে ১ পয়েন্ট কাটা পড়েছিল দলটির। সব মিলিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ পয়েন্ট হারাল ভারত।

আরও পড়ুন

৫ পয়েন্ট হারানোর মাশুল দিতে হতে পারে ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে গতবার বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে ৪ পয়েন্ট জরিমানা দেওয়ায় ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছিল অস্ট্রেলিয়া। কোভিড–১৯ ভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা সফরও বাতিল করেছিল অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের নিচের থাকায় আর ফাইনাল খেলতে পারেনি।

এজবাস্টনে কাল হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি বিরাট কোহলিরা
ছবি: রয়টার্স

এজবাস্টনে দুই ওভার ঘাটতি থাকায় ২ পয়েন্ট হারিয়েছে ভারত। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ কেটে রাখা হবে। যেহেতু ভারতের দুই ওভার ঘাটতি ছিল, তাই বুমরা–কোহলিদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন