হার্ট অ্যাটাক হয়নি ইনজামামের

ইনজামাম–উল–হকের হার্ট অ্যাটাক হয়নি।ছবি: এএফপি

হার্ট অ্যাটাক হয়নি ইনজামাম–উল–হকের! কাল তাহলে পাকিস্তানি সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়েছিল? এক ভিডিও বার্তায় ইনজামাম নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি—তাঁর হার্ট অ্যাটাক হয়নি।

তাহলে তাঁর হৃদ্‌যন্ত্রে অ্যানজিওপ্লাস্টি করার তথ্যটিও কি ভুল! ইনজামাম বলেছেন, তাঁর অ্যানজিওপ্লাস্টি হয়েছে। তবে সেটি হার্ট অ্যাটাকের কারণে হয়নি। বুকে অস্বস্তিটা তিন দিন ধরে থাকার কারণে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীক্ষার জন্য। সেখানেই হৃদ্‌যন্ত্রের ধমনিতে ব্লক ধরা পড়ে তাঁর। অ্যানজিওপ্লাস্টিটা সে কারণেই। তবে ইনজামাম আপ্লুত তাঁর অসুস্থতায় সবার সহমর্মিতায়। তিনি সবাইকে অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন, ‘আমি পাকিস্তানসহ ক্রিকেট দুনিয়ার সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাঁরা সবাই আমার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন, আমার প্রতি শুভকামনা জানিয়েছেন।’

সবাইকে হৃদযন্ত্রের প্রতি যত্নবান হওয়ার আহ্বান ইনজামামের
ফাইল ছবি: এএফপি

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর বক্তব্য, ‘আমি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম, তারা বলছে যে আমার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। এটা ভুল। আমি এ ব্যাপারটা পরিষ্কার করতে চাই। আমার আসলে হার্ট অ্যাটাক হয়নি। চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলাম। সেখানে আমার অ্যানজিওগ্রাফি করা হয়। অ্যানজিওগ্রাফিতে আমার হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে ব্লক ধরা পড়লে আমার অ্যানজিওপ্লাস্টি করা হয়। আমি ১২ ঘণ্টা পরই বাড়ি ফিরে এসেছি। এখন বাড়িতেই বিশ্রাম নিচ্ছি।’

নিজের অভিজ্ঞতা থেকেই ইনজামাম সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তিনি সবাইকে নিজেদের হৃদ্‌যন্ত্রের প্রতিও খেয়াল রাখার কথা বলেছেন, ‘আমি চিকিৎসকের কাছে গিয়েছিলাম, কারণ বুকে হালকা অস্বস্তি বোধ করছিলাম আমি। অস্বস্তিটা হৃদ্‌যন্ত্রের আশপাশেও ছিল না। আমি যদি সময়মতো হাসপাতালে না যেতাম, তাহলে চিকিৎসকেরা বলেছেন, আমি বড় বিপদে পড়তেই পারতাম।’

১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে ৩৭ বলে ৬০ রানের ইনিংস দিয়ে বিশ্ব চিনেছিল ইনজামাম-উল–হককে
ফাইল ছবি

ইনজামাম–উল–হকের হার্ট অ্যাটাক হয়েছে, এমন খবর গণমাধ্যম দিয়েছিল আসলে তাঁর এক ম্যানেজারের সঙ্গে কথা বলে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েন ইনজামামের অগণিত ভক্ত–অনুরাগী ও বন্ধুবান্ধব। ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলেরা টুইট করে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। তাঁর প্রতি শুভকামনা জানান।

টেন্ডুলকার লিখেছিলেন, ‘তুমি সব সময়ে খুব শান্ত, কিন্তু লড়াকু। আমার আশা ও প্রার্থনা, তুমি শিগগির এই পরিস্থিতি সামলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

বন্ধু ওয়াসিম আকরামের টুইটে ছিল একরাশ উদ্বেগ আর উৎকণ্ঠা, ‘প্রিয় ইনজি, দারুণ একটা হৃদয় তোমার। মনে হচ্ছে, কোনো অশুভ দৃষ্টি নিশ্চয়ই তোমার হৃদয়কে ছারখার করতে চাইছে। আমি খুব উদ্বিগ্ন যে তোমার মতো সিংহহৃদয়ের মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে। প্রার্থনা করছি, তুমি শিগগির সুস্থ হয়ে ওঠো, যেন চমৎকার হৃদয় দিয়ে তুমি আবার সবার মন জয় করো। প্রিয় বন্ধু, নিজের প্রতি সর্বোচ্চ যত্ন নাও। শিগগিরই দেখা হচ্ছে!’

এখন ইনজামামের ভিডিও বার্তার পর সবার স্বস্তি ফিরবে—এ কথা বলাই যায়।