হাসান কেন আলাদা, জানালেন শ্রীলঙ্কান কোচ

অ্যাকশনে হাসান মাহমুদ। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেছবি: প্রথম আলো

অভিষিক্ত হাসান মাহমুদ মাত্রই ওয়ানডে ক্রিকেটে প্রথম বলটি করলেন। ধারাভাষ্যকার ইয়ান বিশপ দেখেই বললেন, ‘বেশ চটপটে বোলার মনে হচ্ছে।’

আরও দুটি বল দেখে আরেকটু লম্বা প্রশংসা করলেন, ‘ওর অ্যাকশনটা আমার পছন্দ হয়েছে। বেশ ওপর থেকে বল ছাড়ে সে। যে কারণে আপনি সব সময়ই অতিরিক্ত বাউন্স পাবেন। যেখান থেকে বাউন্স সাধারণত হওয়ার কথা না, সেখান থেকেও।’

বিশপের কথাটা কিছুক্ষণ পরই সত্যি হলো।

সাকিব আল হাসান সবে মাত্র নিজের প্রথম স্পেল শেষ করে গেছেন। ৭ ওভারের লম্বা স্পেলে মাত্র ৮ রান দিয়ে নিলেন ৩ উইকেট। সাকিব না থাকায় কিছুক্ষণের জন্য দম ফেলার ফুরসত পান দুই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান কাইল মায়ার্স ও রোভম্যান পাওয়েল।

সে সুযোগে কিছু বাউন্ডারিও যোগ হয় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে। অভিষিক্ত হাসান মাহমুদ বোলিং করতে আসেন ঠিক সে সময়েই।

ক্যারিবীয় ব্যাটসম্যান দুজন তখন সবে হাত খোলা শুরু করেছেন। আর হাসান ঠিক তখনই খুঁজে পেলেন নিখুঁত লাইন ও লেংথ।

প্রথমে চোখ রাঙাতে শুরু করা পাওয়েলকে গুড লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে বানালেন মুশফিকুর রহিমের শিকার। এর পরের বলেই রাউন্ড দ্য উইকেট থেকে সিমে পড়ে ভেতরে ঢোকানো বলে এলবিডব্লু করলেন র‌্যামন রেইফারকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে দারুণ বল করেছেন হাসান
ছবি: প্রথম আলো

পরের ওভারে এসে তাঁর বলেই আকিল হোসেন ধরা পড়লেন স্লিপে। বিশপ সেই সময় ধারাভাষ্যে ছিলেন না। থাকলে হয়তো বলতেন, প্রথম দেখায় আমি যা বলেছিলাম ঠিক তাই হয়েছে।

বিশপ কালই প্রথম দেখলেন হাসানকে। মুগ্ধতাই ছড়িয়েছে তাঁর দৃষ্টি। তবে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের শ্রীলঙ্কান বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে হাসানকে দেখছেন ২০১৮ সাল থেকে।

তিনি কিন্তু হাসানের অভিষেক ম্যাচের পারফরম্যান্সে একেবারেই অবাক হননি। হাসান যে ভিন্ন ধাতুতে গড়া, সেটি তিনি জানেন আগে থেকেই।

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষতাটা কমবেশি সবারই থাকে। দক্ষতা কাজে লাগানোর সামর্থ্যই আসলে সফলদের সাধারণদের থেকে আলাদা করে।

প্রথম আলোকে মুঠোফোনে চাম্পাকা বলছিলেন, ‘হাসানকে ভয় পেতে দেখতাম না। এটা ওর সবচেয়ে বড় গুণ। কিছু করতে চাইলে সে করেই ছাড়ত। আন্তর্জাতিক পর্যায়ে যা সবচেয়ে বেশি দরকারি। তাঁর অভিষেকের খবর শুনে ভালো লাগছে। সর্বোচ্চ পর্যায়ে সে ভালো করবে—এটা প্রত্যাশিতই।’