হাসারাঙ্গার ধাক্কা সামলে জয়ের হাসিতে রঙিন অস্ট্রেলিয়া

ওয়েড ও রিচার্ডসন মিলে জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ারছবি: এএফপি

অস্ট্রেলিয়ার যে ম্যাচটা জিততে শেষ পর্যন্ত এতটা ঘাম ঝরেছে, সে-ই বরং চমক!

প্রথম ম্যাচে ১২৮ রানে থেমে গিয়েছিল শ্রীলঙ্কা, কলম্বোতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের রান আরও ৪ কম। কিন্তু বল হাতে আজ অস্ট্রেলিয়ানদের দারুণ পরীক্ষাই নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া পার করতে পেরেছে ৩ উইকেট আর ১৩ বল হাতে রেখে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন, ৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু জয়ের হাসিতে রঙিন অস্ট্রেলিয়াই।

তা যেভাবেই আসুক, জয় তো জয়-ই। টানা দুই জয়ে তিন টি-টোয়েন্টির সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার।

চার উইকেট নিয়েও অস্ট্রেলিয়াকে থামাতে পারেননি হাসারাঙ্গা
ছবি: এএফপি

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই রিচার্ডসন—কেইন ও ঝাইয়ের তোপে ২০ ওভারে ১২৪ রান তুলতেই থেমেছে স্বাগতিকেরা। ৭ রান তুলতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। প্রথম ওভারে বোলিং করতে আসা গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন দানুস্কা গুনাতিলকা, ঝাই রিচার্ডসন ফেরান পাতুম নিশাঙ্কাকে। সে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন চারিত আসালাঙ্কা ও কুশল মেন্ডিস, দুজনের তৃতীয় উইকেট জুটিতে ৫৫ বলে ওঠে ৬৬ রান। ৩৩ বলে ৩৯ রান করেন আসালাঙ্কা, মেন্ডিস ৩৬ রান করেন ৩৬ বলে।

এরপর আবার খেই হারায় লঙ্কানরা, শেষ ৬ ওভারে ৩৪ রান তুলতেই ৬ হারায় উইকেট। শেষ ওভারের ৩ উইকেটসহ কেইন রিচার্ডসন ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৩০ রানে। ঝাই রিচার্ডসন নিয়েছেন ২৬ রানে ৩ উইকেট, ম্যাক্সওয়েল ২ উইকেট ১৮ রানে।

শ্রীলঙ্কার হয়ে ত্রিশের বেশি রান শুধু চারিত আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের
ছবি: এএফপি

রান তাড়ায় এরপর আবার অস্ট্রেলিয়াকে ঝোড়ো শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ ১৩ বলে করেন ২৪ রান করার পর আউট হয়ে যান। ওয়ার্নার ১০ বলে করেন ২১। তবে ১১ বল আর ১১ রানের ব্যবধানে মিচেল মার্শ, স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে হারিয়ে একটু চাপে পড়ে তারা। ১ উইকেটে ৫৩ থেকে হঠাৎই ৪ উইকেটে ৬৪! মার্কাস স্টইনিস আর অ্যাশটন অ্যাগার তেমন কিছু করতে পারেননি। এ দুজনের মাঝে ম্যাক্সওয়েলও (১৯) ফিরে গেলে অস্ট্রেলিয়ার রান হয়ে যায় ৭ উইকেটে ৯৯।

কিন্তু অষ্টম উইকেটে ঝাই রিচার্ডসনকে নিয়ে ম্যাথু ওয়েড বাকি পথ পাড়ি দেন। ২৬ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন ওয়েড, তাঁর দুই বাউন্ডারির ইনিংসে দ্বিতীয়টিতেই নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার জয়। ২০ বলের ইনিংসে অপরাজিত থেকে রিচার্ডসন সঙ্গ দেওয়ার পাশাপাশি ৯ রানও করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (আসালাঙ্কা ৩৯, মেন্ডিস ৩৬, শনাকা ১৪; কেইন রিচার্ডসন ৪/৩০, ঝাই রিচার্ডসন ৩/২৬, ম্যাক্সওয়েল ২/১৮)

অস্ট্রেলিয়া: ১৭.৫ ওভারে ১২৬/৭ (ফিঞ্চ ২৪, ওয়ার্নার ২১, ওয়েড ২৬*, ম্যাক্সওয়েল ১৯, মার্শ ১১; হাসারাঙ্গা ৪/৩৩, থুসারা ১/১৮, চামিরা ১/৩১)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ম্যাথু ওয়েড।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে।