হেডের অস্ট্রেলিয়ার কাছে ইমামের পাকিস্তানের বড় হার

২০১৮ সালের পর প্রথম ওয়ানডে খেলতে নেমেই শতক পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডছবি: এএফপি

২৪ বছর আগে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া এবারের ওয়ানডে সিরিজটা শুরু করল বড় জয় দিয়ে। লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

২৪ বছর আগে এই লাহোরেই পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচে শতক পেয়েছিলেন দুদলের দুজন করে মোট চার ব্যাটসম্যান। এবারের প্রথম ম্যাচেও একাধিক শতক দেখল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার হয়ে দারুণ এক শতক পেয়েছেন ওপেনার ট্রাভিস হেড। পাকিস্তানের শতকটি ইমাম-উল-হকের।

ইমাম–উল–হক বোল্ড হতেই শেষ পাকিস্তানের সব সম্ভাবনা
ছবি: এএফপি

তবে হেডের দ্বিতীয় ওয়ানডে শতকে ৪০০ করার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া করতে পারে ৭ উইকেটে ৩১৩ রান। রান তাড়ায় ইমামের পাকিস্তান ৪৫.২ ওভারে অলআউট ২২৫ রানে।

ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম শতক পাওয়া ইমাম ফিরেছেন ৩৯তম ওভারের শেষ বলে দলকে ২০৪ রানে রেখে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। নাথান এলিসের ইয়র্কারে বোল্ড হওয়ার আগে ৯৫ বলে ১০৩ রান করেছেন পাকিস্তান ওপেনার। তাঁর দল আর ২১ রান যোগ করতেই হারিয়েছে শেষ ৪ উইকেট।

৪ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা (ডানে)
ছবি: এএফপি

এর আগে হেডের বিস্ফোরক ব্যাটিংয়ে ২৫ ওভারেই ১ উইকেটে ১৭১ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু ওই ওভারে ৭২ বলে ১০১ রান করা ট্রাভিস হেড ফেরার পরই রান তোলার গতি কমে যায় অস্ট্রেলিয়ার। বেন ম্যাকডারমটের অর্ধশতক, শেষ দিকে ক্যামেরন গ্রিনের ৩০ বলে ৪০ রানের অপরাজিত ইনিংসে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে তুলেছে ৩১৩ রান।

করোনাভাইরাস ও চোট-জর্জর অস্ট্রেলিয়ার শুরুটা দারুণ হয়েছিল ২০১৮ সালের পর প্রথমবার ওয়ানডে খেলতে নামা হেডের ব্যাটিংয়ে। ৩২ বলেই অর্ধশতক ছুঁয়ে ফেলেন, অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটিতে ওঠে ১১০ রান। এরপর ম্যাকডারমটের সঙ্গে তোলেন আরও ৬১ রান। ৩৩তম ওভারে ৫৫ রান করে ম্যাকডারমট ফেরার পর ছোটখাটো ধস নামে, অস্ট্রেলিয়া ২১ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। মাঝে মারনাস লাবুশেন (৩৫ বলে ২৫) ও মার্কাস স্টয়নিস (৪২ বলে ২৬) রান তুলতেও ভুগেছেন।

পাকিস্তানের মাটিতে টানা পাঁচ ওয়ানডেতে পাকিস্তানতে হারাল অস্ট্রেলিয়া
ছবি: এএফপি

রান তাড়ায় ২৪ রানে প্রথম উইকেট খোয়ানোর পর ইমামকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। ৫৭ রান করার পথে হাশিম আমলার পর দ্বিতীয় দ্রুততম (৮২ ইনিংস) ব্যাটসম্যান হিসেবে ৪০০০ রান ছুঁয়েছেন পাকিস্তান অধিনায়ক। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নিয়েছেন ৪ উইকেট।

বৃহস্পতিবার লাহোরেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে।