হেরেই চলেছে মোহামেডান, বিকেএসপিতে বিশ্বরেকর্ড

আরেকটি হার মোহামেডানেরছবি: শামসুল হক

আবাহনী, প্রাইম ব্যাংকের পর এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হারল মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে এসে জেতাই যেন ভুলে গেছে দলটি। সাকিব আল হাসান খেলছেন না যুক্তরাষ্ট্র যাওয়ায়। চোটের কারণে নেই তাসকিন আহমেদও। এ দুজনের অনুপস্থিতিতে যে ধার হারিয়ে ফেলেছে তারা। দলের সব ঘাটতিই আজ ধরা পড়ল শেষ জামালের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

ওদিকে বিকেএসপিতে রেলিগেশন লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে টি–টোয়েন্টি ক্রিকেটে নবম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের (৭৩) বিশ্বরেকর্ড গড়েছেন পারটেক্সের দুই ব্যাটসম্যান ইসহারুল ও জয়নুল। তারপরও ম্যাচটা শেষ পর্যন্ত ২৮ রানে হেরেছে পারটেক্সই।

সাকিববিহীন মোহামেডানের ভরসা এ মুহূর্তে পারভেজ হোসেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য এই তরুণকে আবাহনীর বিপক্ষে ম্যাচে কেন যেন দলে রাখা হয়নি। সে সিদ্ধান্তটা যে কত বড় ভুল ছিল সেটি প্রাইম ব্যাংকের বিপক্ষে সেটিই প্রমাণ করেছেন তিনি। সেদিন তিনি খেলেছেন ৪৪ রানের এক ইনিংস। আজ শেখ জামালের বিপক্ষেও ৩৫ বলে ৪৬ করে দলের ব্যাটিংয়ে কান্ডারির ভূমিকা পালন করেন পারভেজ। তবে দুর্ভাগ্য পারভেজ বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। আর কিছুক্ষণ নিজের ইনিংসটা এগিয়ে নিতে পারলে মোহামেডানের গল্পটাই অন্য রকম হতে পারত।

মোহামেডানের ব্যাটিং বড় চিন্তার বিষয়।
ছবি: শামসুল হক

গল্পটা অন্য রকম হতে দেননি শেখ জামালের লেগ স্পিনার মিনহাজুল আবেদীন। আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। পারভেজকে তো তিনি ফিরিয়েছেনই, ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ২০ রান। বাকি ব্যাটসম্যানদের জন্য ভীতির কারণ ছিলেন পেসার ইবাদত হোসেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মোহামেডানের ইনিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানের বেশি যেতে পারেনি।

শেখ জামালের জন্য অবশ্য কাজটা সহজ হয়নি। বিপদে পড়েছিলেন তারাও। দলকে বিপদ থেকে উদ্ধার করেন নুরুল হাসান। সঙ্গী হিসেবে পেয়েছিলেন তানভীর হায়দারকে। সৈকত আলী, ইমরুল কায়েসের পর মোহাম্মদ আশরাফুলও আউট হলে নুরুল ও তানভীরের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি শেখ জামালকে এনে দেয় ৭ উইকেটের জয়।

সকালে বিকেএসপিতে রেলিগেশন লিগের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ সহজেই হারিয়েছে পারটেক্সকে। ওপেনার মেহেদী মারুফ ৯৪ ও জাকের আলীর ৭৬ রানে রূপগঞ্জ গড়ে ২০০ রানের পাহাড়। পারটেক্স ৮ উইকেটে ১৭৩ রানের বেশি করতে পারেনি। রূপগঞ্জ পেয়েছে ২৮ রানের জয়।

হারলেও এই ম্যাচ থেকে একটা প্রাপ্তি আছে পারটেক্সের দুই ব্যাটসম্যান ইসহারুল ও জয়নুলের। ১৫ ওভারে ১০০ রানে দলের ৮ উইকেট পড়ে যাওয়ার পর নবম উইকেটে তারা যোগ করেন ৭৩ রান, যা টি–টোয়েন্টি ক্রিকেটেই বিশ্ব রেকর্ড। স্বীকৃত টি–টোয়েন্টির নবম উইকেট জুটিতে এর আগের বিশ্বরেকর্ডটি ছিল কোরি অ্যান্ডারসন ও জশ ডেভির। ২০১৭ সালে সমারসেটের এই দুই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ৬৯ রানের জুটি গড়েছিলেন।