১০৭ বছরে অ্যান্ডারসনই সেরা

আরেকটি অর্জন অ্যান্ডারসনের।
ছবি: টুইটার

আগের টেস্টে স্টুয়ার্ট ব্রড বোলিংটা দারুণ করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে ২৬ ওভারের ১৪টিই নিয়েছিলেন মেডেন, রান দিয়েছিলেন ৩৪টি, উইকেট নিয়েছিলেন তিনটি। কিন্তু ৩৫ ছুঁতে যাওয়া ব্রড আর ৩৮ পেরোনো জেমস অ্যান্ডারসনের ক্ষেত্রে বিশ্রাম দিয়ে খেলানোর যে পদ্ধতি অনুসরণ করছে ইংল্যান্ড, সে কারণে ব্রডের বদলে গলে দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসনকে নামিয়েছে ইংল্যান্ড। ব্রডকে দেওয়া হয়েছে বিশ্রাম।

পাওয়া সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন অ্যান্ডারসন! কাল প্রথম দিনে শ্রীলঙ্কার ৪ উইকেট গিয়েছিল, তার তিনটিই নিয়েছেন। আজ অ্যান্ডারসনের শিকার শ্রীলঙ্কার আরও ৩ উইকেট। সব মিলিয়ে ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি ফাস্ট বোলার! তাতে একটা দারুণ কীর্তিও হয়েছে তাঁর, গত ১০৭ বছরে টেস্ট ক্রিকেট যা কখনো দেখেনি। বয়স ৩৮ বা এর বেশি—এমন পেসারদের ক্ষেত্রে গত ১০৭ বছরে এটিই সবচেয়ে ভালো বোলিং ফিগার।

অ্যান্ডারসনের সঙ্গে আরেক ফাস্ট বোলার মার্ক উডের তোপে আজ একেবারে ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেনি শ্রীলঙ্কা। ৩৮১ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। ভালো রান বটে, তবে একেবারে অনতিক্রম্য তো নয়!
জবাব দিতে নেমে ইংল্যান্ড অবশ্য শুরুতেই পড়েছে বিপাকে। ৫ রানের মধ্যে ইংল্যান্ডের দুই ওপেনার ডম সিবলি ও জ্যাক ক্রলিকে তুলে নিয়েছেন লঙ্কান বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৯৮। ক্রিজে দুই অপরাজিত ব্যাটসম্যান জনি বেয়ারস্টো (২৪ রান) ও জো রুট (৬৭)।

গতি ব্যবহার করে ৩ উইকেট পেয়েছেন উড।
ছবি: টুইটার

গতকালকের পর আজও ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। কাল ১ উইকেট পাওয়া উড আজ নিয়েছেন আরও ২ উইকেট। শ্রীলঙ্কার ১০ উইকেটের সব কটিই আসলে ইংলিশ পেসারদের দখলে—বাকি উইকেটটি নিয়েছেন স্যাম কারেন। এই তিন পেসারের কারণেই ৪ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা আজ করতে পেরেছে আর ১৫২ রান। তৃতীয় দিনটা ২৮৩ রানে পিছিয়ে থেকে শুর করবে ইংল্যান্ড।

ক্যারিয়ারে ৩০তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পাওয়ার দিনে অ্যান্ডারসনের রেকর্ড হয়েছে আরও কয়েকটি। ৪০ রানে ৬ উইকেট অ্যান্ডারসনের নিজেরই একটা সেরার স্বীকৃতি পাচ্ছে—বিদেশের মাটিতে এর চেয়ে ভালো বোলিং ফিগার আর কখনো ছিল না ‘জিমি’র। আর এশিয়ার মাটিতেও অ্যান্ডারসনের চেয়ে বেশি বয়সে ৫ উইকেট পাননি আর কোনো ফাস্ট বোলার। আজ অ্যান্ডারসনের বয়স ৩৮ বছর ১৭৭ দিন। এর আগে ফাস্ট বোলারদের মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেটের রেকর্ড ছিল নিউজিল্যান্ড কিংবদন্তি রিচার্ড হ্যাডলির—১৯৮৮–৮৯ মৌসুমে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ৩৭ বছর ১৪৫ দিন বয়সে।

কাল শ্রীলঙ্কার প্রথম ৩ উইকেট তুলে নেওয়া অ্যান্ডারসন আজ সকালেই ইংল্যান্ডকে এনে দিয়েছেন বড় স্বস্তির উপলক্ষ। কাল দারুণ এক সেঞ্চুরির পর ১০৭ রানে দিন শেষ করা লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসকে দিনের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন অ্যান্ডারসন। তাতে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন অধিনায়ক রুটও। বল ম্যাথুসের ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের হাতে গেলেও আম্পায়ার প্রথমে আউট দেননি। রুট রিভিউ নিলে দেখা যায়, বল ম্যাথুসের ব্যাটে চুমু খেয়ে গেছে। আগের দিনের সঙ্গে আজ মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন ম্যাথুস।

দারুণ এক ক্যাচ নিয়েছেন বাটলার।
ছবি: টুইটার

উড এরপর কোনো রান করার আগেই ফেরত পাঠান অভিষিক্ত রমেশ মেন্ডিসকে। এটিও উইকেটকিপার জস বাটলারের ক্যাচ, ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন বাটলার। আগের দিন ম্যাথুসের সঙ্গে অপরাজিত থেকে দিন শেষ করা নিরোশান ডিকভেলা এরপর পাল্টা লড়াই চালিয়ে যান। ১৬তম টেস্ট ফিফটি করার পথে সপ্তম উইকেট জুটিতে দিলরুয়ান পেরেরার সঙ্গে গড়েন ৮৯ রানের জুটি। ডিকভেলাকে সেঞ্চুরিবঞ্চিত করেন অ্যান্ডারসন, ৯২ রানে তাঁকে আউট করে ক্যারিয়ারে ৩০তম বার ও শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নেন জিমি।

ডিকভেলার বিদায়ের পর লঙ্কানদের হয়ে যা লড়াই করেছেন বয়সে অ্যান্ডারসনের সঙ্গে টক্কর দেওয়া পেরেরাই। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৬৭ রান।