১৫০–তে দ্রুততম টিম পেইন

টেস্টে উইকেটকিপিংয়ের নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার টিম পেইন।ছবি: এএফপি

ক্যারিয়ার শেষে টিম পেইনের নামটা বিশ্বসেরা উইকেটকিপারদের পাশে থাকবে কি না, কে জানে! তবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক অন্তত একটি জায়গায় সবার ওপরে লিখে নিলেন নিজের নাম। আজ মেলবোর্নে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১৫০ ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন পেইন। ৩৩ ম্যাচেই মাইলফলকটা ছুঁয়েছেন পেইন। টেস্টে ১৫০ ডিসমিসালে অস্ট্রেলিয়া অধিনায়কই দ্রুততম। পেইন ভেঙেছেন কুইন্টন ডি ককের রেকর্ড। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার উইকেটের পেছনে দাঁড়িয়ে ৩৪তম ম্যাচে পেয়েছিলেন ১৫০তম শিকার।

পেইন মাইলফলকটা ছুঁয়েছেন মিচেল স্টার্কের বলে ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্তকে ফিরিয়ে। অধিনায়কের রেকর্ড ভাঙা শিকার মাইলফলক এনে দিয়েছে স্টার্ককেও। উইকেটটি টেস্টে স্টার্কের ২৫০তম।

টেস্টে সবচেয়ে কম ম্যাচে ১৫০ ডিসমিসাল

১৫০–এ দ্রুততম শীর্ষ পাঁচে নেই এশিয়ার কোনো উইকেটকিপার। উইকেটকিপিং রেকর্ড গড়তে যে পেসারদের সাহায্য প্রয়োজন সেটিরই প্রমাণ এটি। পেইন–ডি কক–গিলক্রিস্টরা উইকেটের পেছনে দাঁড়িয়েছেন দারুণ সব পেসারদের বোলিংয়ে। পেইনের এই দলটাতেই কত ভালো পেসার—মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড। টেস্ট ক্যারিয়ারের দুই–তৃতীয়াংশ ডিসমিসাল পেইন তো উপহার পেয়েছেন এই ত্রয়ীর বোলিংয়েই।

পেইন ঠিক ১০০ শিকার ধরেছেন স্টার্ক–কামিন্স–হ্যাজলউডের বলে। সব মিলিয়ে পেসারদের বোলিংয়েই ১২৬ ডিসমিসাল পেইনের। স্পিনারে বোলিংয়ে যে ২৪টি শিকার তাঁর ২১টিই নাথান লায়নের বলে। টেস্ট ক্যারিয়ারে সাতটি স্টাম্পিংয়ের ছয়টিই পেইন করেছেন এই অফ স্পিনারের বোলিংয়ে।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের রেকর্ড ভেঙেছেন টিম পেইন।
ছবি: এএফপি

১৫০ ডিসমিসালে দ্রুততম পেইন ১০০ ডিসমিসালের রেকর্ডটা ছুঁতে পারেননি অল্পের জন্যই। অস্ট্রেলীয় অধিনায়ক ১০০ ছুঁয়েছিলেন ২৩ ম্যাচে। ২২ ম্যাচে ১০০ ডিসমিসাল করে যে রেকর্ডের যৌথ মালিকানা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও কুইন্টন ডি ককের। মার্ক বাউচারের সঙ্গে যুগ্মভাবে দুইয়ে আছেন পেইন।

রেকর্ডভাঙা পেইন অবশ্য সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডে অনেক পেছনে আছেন। ৫৫৫ শিকার নিয়ে যেখানে সবার ওপরে মার্ক বাউচার। পেইন আছেন ৩২তম স্থানে। এখনো খেলছেন এমন উইকেটকিপারদের মধ্যে পেইনের ওপরে আছেন দুজন—নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং (২৪৪) ও দক্ষিণ আফ্রিকার ডি কক (২০৩)।