১৯৯ ও ৯৯—শুধু ম্যাথুসই আউট

১৯৯ রানে আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি একবার ৯৯ রানেও ফিরেছিলেনছবি: এএফপি

আজ রাতটা অ্যাঞ্জেলো ম্যাথুসের কেমন কাটবে, কে জানে! চট্টগ্রাম টেস্টে ৯ ঘণ্টা ৩৮ মিনিট ধরে অবিশ্বাস্য ব্যাটিং করলেন এই লঙ্কান তারকা। ৩৯৭ বল খেললেন দুর্দান্ত। কিন্তু ৩৯৭তম বলে কী যেন হয়ে গেল, নিজের গড়ে তোলা শক্ত দেয়ালে চিড় ধরল, চিড় ধরালেন বাংলাদেশের অফ স্পিনার নাঈম হাসান। ক্রিকেটে আউট হতেই পারেন যে কেউ। কিন্তু ম্যাথুস আউট হলেন ১৯৯ রানে, উইকেট উপহার দিয়ে! দ্বিশতকের স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নভঙ্গ। ম্যাথুসের মনে খচখচানি তো থাকবেই।

প্রয়াত মার্টিন ক্রো একবার ২৯৯ রানে আউট হয়েছিলেন
ফাইল ছবি

তবে শ্রীলঙ্কান তারকার কাছে এমন জায়গা থেকে আউট হওয়ার কষ্ট নতুন কিছু নয়। এর আগে তিনি ৯৯ রানেও আউট হয়েছেন। তবে ১ রানের জন্য দ্বিশতক হারানোর কষ্টের তুলনায় শতক না পাওয়ার কষ্ট কমই—এটা তাঁর মনে হতেই পারে। আজ ১৯৯ রানে ফিরে ম্যাথুস একটা তালিকায় নাম লিখিয়েছেন। টেস্টে ১৪ ক্রিকেটার ১৯৯ রানে থেমেছেন। এঁদের মধ্যে আউট হয়েছেন ১২ জন, অপরাজিত ছিলেন দুজন। কিন্তু প্রথম খেলোয়াড় হিসেবে ম্যাথুসই শুধু টেস্টে ১৯৯ ও ৯৯ রানে আউট হয়েছেন। মুম্বাইয়ে ২০০৯ সালে ভারতের বিপক্ষে টেস্টে ৯৯ রানে আউট হয়েছিলেন ম্যাথুস। সে ম্যাচে শচীন টেন্ডুলকার আর মহেন্দ্র সিং ধোনির সমন্বয়ে রানআউটের ফাঁদে পড়েছিলেন তিনি।

এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যা ৮৬। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্টিন ক্রো ও স্যার ডন ব্র্যাডম্যানের কথাও বলতে হয়। এঁদের প্রথমজন ২৯৯ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয়জন ২৯৯ রানে অপরাজিত ছিলেন। ক্রো শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়েলিংটন টেস্টে ত্রিশতকের গন্ধ পেতে পেতে ফিরেছিলেন। সালটা ১৯৯১। আর ব্র্যাডম্যান ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ২৯৯ রানে অপরাজিত ছিলেন।