২০ মিনিটেই পাকিস্তান তুলল ‘আলীময়’ এক জয়
জিম্বাবুয়েকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে পাকিস্তানের দরকার ছিল আর মাত্র ১ উইকেট। সে অবস্থাতেই হারারে টেস্ট গড়িয়েছিল চতুর্থ দিনে। আজ সেই উইকেট তুলে নিতে ২০ মিনিট সময় নিল পাকিস্তান।
ম্যাচটা ছিল পাকিস্তানের ‘আলী’দের। পাকিস্তানের হয়ে এই টেস্টের দারুণ পারফরম করেছেন আবিদ আলী, আজহার আলী, হাসান আলী ও নোমান আলী। আবিদ করেছেন ডাবল সেঞ্চুরি, আজহার তুলে নেন সেঞ্চুরি, নোমান অল্পের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। নোমান নিয়েছেন ৫ উইকেট। ৫ উইকেট তুলে নিয়েছেন হাসান আলীও। শাহীন শাহ আফ্রিদি একমাত্র ‘ব্যতিক্রম’। নামে ‘আলী’ নেই, কিন্তু তিনিও তুলে নিয়েছেন ৫ উইকেট। হারারে টেস্টে দারুণ একটা রেকর্ড গড়েছে পাকিস্তান। ১৯৯৩ সালের পর এই প্রথম এক টেস্টে তিন পাঁচ উইকেট শিকারির দেখা মিলল।
আবিদ আলীর দ্বিশত (২১৫), আজহার আলীর সেঞ্চুরি (১২৬) আর নোমান আলীর ৯৭ রানে পাকিস্তান গড়ে ৫১০ রানের বিরাট ইনিংস। জবাবে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। হাসান আলী নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য জিম্বাবুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। রেজিস চাকাভার ব্যাট থেকে আসে ৮০ আর ব্রেন্ডন টেলর করেন ৪৯। প্রতিরোধ মানে পাকিস্তানের ইনিংস জয়কে দেরি করানো। তবে শাহীন আফ্রিদি আর নোমান আলীর বোলিংয়ে সেই প্রতিরোধ চতুর্থ দিন সকালের প্রথম ২০ মিনিট পর্যন্তই স্থায়ী হলো। জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ২৩১ রানে।