৫ উইকেট কম হারিয়ে ৪ রান বেশি লিজেন্ডদের

১৭ বলে ৪২ রান করেছেন পিটারসেন।ছবি: টুইটার

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম চার ম্যাচ ২০২০ সালেই হয়ে গেছে। ২০২১ সালে নতুন উদ্যমে শুরু হওয়া এই টুর্নামেন্টে নতুন করে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে পরশু বাংলাদেশ লিজেন্ডদের হাতেখড়িও হয়ে গেছে। সে ম্যাচে অবশ্য বীরেন্দর শেবাগের ঝড় বয়ে গেছে খালেদ মাহমুদদের ওপর দিয়ে। এর আগে ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ লিজেন্ডস। আজ দ্বিতীয় ম্যাচে তার চেয়ে আরও ৪ রান বেশি পেয়েছে দল।

ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে মহারাষ্ট্রের রায়পুরেই আজ দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ইনিংসের পুরোটা খেলা হয়নি দলের। আজ সে অপূর্ণতা কেটেছে। পূর্ণ ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করেছেন খালেদ মাসুদ-মুশফিকুর রহমানরা। ৩ উইকেট হারিয়েই সে লক্ষ্য ছুঁয়ে ফেলেছেন পিটারসেনরা। প্রথম ম্যাচে ১০ উইকেটের হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারল বাংলাদেশ লিজেন্ডস।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের যতটুকু ভালো, সবটুকুই ছিল নাজিমউদ্দিনকে ঘিরে। ৩৫ বলে ৪৯ রান করেছিলেন এই ওপেনার। উদ্বোধনী জুটিতেও বাংলাদেশ পেয়েছিল ৫৯ রান। বাকি ৯ উইকেটে বাংলাদেশ লিজেন্ডস তুলতে পেরেছিল মাত্র ৫০ রান। সে তুলনায় আজ দলের অন্য কাউকে কিছুটা করে অবদান রাখতে দেখা গেল।

আলমগীর কবিরের উইকেট পাওয়ার আনন্দ।
ছবি: টুইটার

আজও উজ্জ্বল শুরু ছিল নাজিমউদ্দিনের। কিন্তু দলকে ২০ রানে রেখেই ফিরে যান নাজিম (১২)। এরপর শুধু ব্যাটিং ধসের গল্প। একে একে জাভেদ ওমর, হান্নান সরকার, নাফিস ইকবাল, রাজিন সালেহ—সবাই ফিরে গেছেন।

১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলা বাংলাদেশ লিজেন্ডসকে পথ দেখিয়েছেন খালেদ মাসুদ ও মুশফিকুর রহমান। ৯ ওভারে ৫১ রান এনে দিয়েছেন এই দুজন। ৩৯ বলে ৩১ রান করা মাসুদ আহত অবসর হয়ে মাঠ ছাড়েন। ২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহমান।

ইংল্যান্ড লিজেন্ডস দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যেই নেমেছিল। প্রথম ৩ ওভারেই ৪০ রান তুলে ফেলে দলটি। চতুর্থ ওভারে ফিল মাস্টার্ডকে (২৭) ফেরান আলমগীর কবির। এর আগেই তাঁকে ফেরাতে পারতেন আলমগীর। কিন্তু মুশফিকুর সহজ ক্যাচ ধরতে পারেননি।

২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহমান।
ছবি: টুইটার

কেভিন পিটারসেন দলের রানের গতি কমতে দেননি। বাংলাদেশ লিজেন্ডস বোলারদের থিতু হওয়ার কোনো সুযোগ দেননি। মোহাম্মদ রফিকের লাইন মিস করে বোল্ড হওয়ার আগে ১৭ বলে ৪২ রান করেছেন পিটারসেন। অষ্টম ওভারে যখন পিটারসেন ফিরছেন, ইংল্যান্ড লিজেন্ডসের রান তখনই ৮৬। জয়ের জন্য ৭৩ বলে ২৮ দরকার ছিল দলটির।

লক্ষ্য ছুঁতে আরও এক উইকেট খসেছে তাদের। ৬ ওভার হাতে রেখে ম্যাচ শেষ করে এসেছেন ড্যারেন ম্যাডি (৩২*) ও গেভিন হ্যামিল্টন (৫*)।