৫ বছর না যেতেই পাকিস্তান সুপার লিগে কালো মেঘ

২০২০ পিএসএলের একটি মুহূর্ত। ছবি:  এএফপি
২০২০ পিএসএলের একটি মুহূর্ত। ছবি: এএফপি
>পাকিস্তান সুপার লিগের কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের মালিকানা বিক্রি করবে বলে জানিয়েছেন শোয়েব আখতার।

সবে ২০১৬ সাল থেকে মাঠে গড়াতে শুরু করেছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। অনুষ্ঠিত হয়েছে মাত্র চারটি আসর। পঞ্চম আসর গত ফেব্রুয়ারিতে শুরু হলেও মার্চে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়। কবে নাগাদ আবার শুরু করা যাবে, সে নিশ্চয়তাও নেই। এরই মধ্যে নাকি কয়েকজন মালিক তাঁদের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন। এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্রিকেট বন্ধ। কবে নাগাদ খেলা শুরু করা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। সেই জেরে সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা তাদের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দিতে পারে বলে জানিয়েছেন শোয়েব। 'জানি অনেকের কাছে এটি শুনতে ভালো লাগবে না যে কিছু মালিক তাদের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে চাইছেন। পিএসএলকে বাঁচিয়ে রাখতে এবং এর সাফল্য ধরে রাখতে আর্থিক ও অনার্থিক যে কোনো ধরনের সহায়তা করতে পারলে আমি খুব খুশি হবো' - একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন শোয়েব।

 করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে আছে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় ২০২০ টি – টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়েও কোনো আশার খবর নেই। সব মিলিয়ে পিএসএল আগামী দেড় বছরের মধ্যে আয়োজন করা সম্ভব নয় বলে মনে করেন শোয়েব, 'আমি যদি হিসেবে করে দেখি, পিএসএল ১৬ থেকে ১৮ মাসের আগে আয়োজন করা যাবে। বিশ্বকাপ পিছিয়ে আরও আট মাস পর হতে পারে, কারণ করোনাভাইরাস পরিস্থিতি ঠিকঠাক হতে আরও সময় লাগবে। আর যদি সেপ্টেম্বরের মধ্যে ঠিকঠাকভাবে কোনো ক্রিকেট টুর্নামেন্টই হতে না পারে, তাহলে চার মাসের মধ্যে কিভাবে পিএসএল অনুষ্ঠিত হবে?'

আর পিএসএল না হওয়া মানে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষতি। শোয়েব তাই বলছেন, 'আমি মনে করিনা এই পরিস্থিতিতে বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের কাছে অর্থ চাইতে পারে। আমি যতদূর জানি কিছু ফ্যাঞ্চাইজি তাদের মালিকানা বিক্রি করবে। তাদের কাছে প্রস্তাবও আছে।'