৫০০ চারের পর ২০০ ছক্কার হাতছানি কোহলির

কলকাতার বিপক্ষে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন কোহলি।ছবি: আইপিএল

কলকাতা নাইট রাইডার্স গতকাল আইপিএলে তুলেছিল মাত্র ৮ উইকেটে ৮৪ রান। এই অল্প রান তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৭ বল। ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বেঙ্গালুরু অধিনায়ক। এর মধ্যে আবার মাইলফলকও ছুঁয়েছেন কোহলি! সত্যিই, কোহলি ব্যাটিংয়ে নামলে রেকর্ড-মাইলফলক যেন টুপটাপ করে ঝরে পড়ে!

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানটির এই মাইলফলক ছোঁয়া আইপিএলে চার মারার পরিসংখ্যানে। কলকাতার বিপক্ষে গতকাল ২টি চার মেরেছেন কোহলি। এর মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেন আইপিএলে ৫০০ চারের মাইলফলক। এবার তাঁর অপেক্ষা দুই শ ছক্কার মাইলফলক ধরার।

আইপিএলে চার মারায় সবার ওপরে শিখর ধাওয়ান।
ছবি: আইপিএল

গতকাল রান বেশি তোলার সুযোগ পাননি। তাই কাটায় কাটায় ৫০০টি চার নিয়ে মাঠ ছেড়েছেন কাল। আইপিএলের ইতিহাসে শুধু একজন ব্যাটসম্যানই বেঙ্গালুরু অধিনায়কের চেয়ে বেশি চার মেরেছেন—শিখর ধাওয়ান। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে টানা দুই সেঞ্চুরি করা দিল্লি ক্যাপিটালস ওপেনার ৫৭৫টি চার মেরেছেন। এরপরই আছেন কোহলি। আইপিএলে এ পর্যন্ত ১৮৭ ম্যাচ খেলেছেন কোহলি। ধাওয়ান খেলেছেন ১৬৯ ম্যাচ। কোহলির চেয়ে এগিয়ে ছিলেন কিন্তু এবার খেলছেন না বলে পিছিয়ে পড়েছেন সুরেশ রায়না। ৪৯৩ চারেই আটকে আছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। এরপর আছেন গৌতম গম্ভীর। রায়নার চেয়ে দুটি চার কম তাঁর। ধাওয়ানকে ধরার সম্ভাবনা আপাতত কারও নেই, তবে কোহলিকে তাড়া করছেন ডেভিড ওয়ার্নার। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ওয়ার্নারের চার ৪৮৫টি।

আইপিএলে সর্বোচ্চ ছক্কা ক্রিস গেইলের।
ছবি: আইপিএল

কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে আরও একটি মাইলফলক। আর একটি ছক্কা মারলেই আইপিএলে ২০০তম ছক্কার দেখা পেয়ে যাবেন তিনি। আইপিএলে ন্যূনতম ২০০ ছক্কার দেখা আগেই পেয়েছেন চার ব্যাটসম্যান। ১২৮ ম্যাচে ৩৩৫ ছক্কা নিয়ে সবার ওপরে কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাটসম্যান ক্রিস গেইল। ২৩১ ছক্কা নিয়ে গেইলের পরেই আছেন ১৬৪ ম্যাচ খেলে এবি ডি ভিলিয়ার্স। তিনে থাকা মহেন্দ্র সিং ধোনি ২০০ ম্যাচে মেরেছেন ২১৫ ছক্কা। ১৯৭ ম্যাচে ২০৯ ছক্কা নিয়ে চারে মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা।