৫০০–তে প্রথম ব্রাভো

স্বীকৃত টি–টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ডোয়াইন ব্রাভোফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকসের ব্যাটসম্যান রাকিম কর্নওয়ালকে আউট করে টি-টোয়েন্টিতে ৫০০তম উইকেটে পৌঁছে যান ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্রাভো। একই স্পেলে রোস্টন চেজের উইকেট নিয়ে উইকেট সংখ্যাটাকে ৫০১–এ নিয়ে যান ব্রাভো।

ক্যারিয়ারের ৫০০তম উইকেটটি আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্রাভোর ১০০তম উইকেট। কর্নওয়ালকে আউট করে যেন এক ঢিলে দুই পাখি মারলেন দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রাভো। মাইলফলকে স্পর্শ করে উদ্‌যাপনটাও করলেও দেখার মতো। ডান হাতের পাঁচ আঙুল মাথার ওপরে তুলে মুখে হাসি টেনে উঁচু গলায় বলছিলেন, ‘ফাইভ হান্ড্রেড! ফাইভ হান্ড্রেড!’

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের দৌড়ে ব্রাভোর ধারেকাছে কেউই ছিল না। ব্রাভোর পরে সেরা উইকেট শিকারিদের তালিকায় আছেন লাসিথ মালিঙ্গা। ৩৯০ উইকেটের মালিক এই শ্রীলঙ্কান। আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইন ৩৮৩ উইকেটের মালিক। দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির (৩৭৪) ও সোহেল তানভীর (৩৫৬) আছেন সেরা পাঁচ উইকেট শিকারি বোলারদের তালিকায়।

এবারের ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি পেসার তানভীর। ৩০৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৫৪ উইকেট নিয়েছেন সাকিব, সেরা উইকেট শিকারিদের তালিকায় সাকিব ষষ্ঠ।

তবে সর্বোচ্চ উইকেট শিকারিদের দৌড়ে গত পাঁচ বছর ধরেই দৌড়ে এগিয়ে ছিলেন ব্রাভো। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৩০০, ৪০০ ও ৫০০ উইকেট স্পর্শ করেছেন ৩৬ বছর বয়সী ব্রাভো।