৭২৫ রানের জয়ে বিশ্ব রেকর্ড মুম্বাইয়ের

বোলারদের দাপটে রেকর্ড মুম্বাইয়েরছবি: বিসিসিআই

প্রথম শ্রেণির ক্রিকেটে আজ বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাই। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে ৭২৫ রানে হারিয়েছে মুম্বাই। কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচের চতুর্থ দিনে ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উত্তরাখন্ড মাত্র ৬৯ রানে গুটিয়ে গেছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস। সে ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ৪৫২ রান করেছিলেন ডন ব্র্যাডম্যান। তালিকার পরের ঘটনারও সাক্ষী ব্র্যাডম্যান। ১৯২৮ সালে ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে মুম্বাই ইন্ডিয়ানস ৮ উইকেটে ৬৪৭ রান তুলেছিল। রানপাহাড়টা যে উত্তরাখন্ডের জন্য অনেক বড় হয়ে উঠেছিল, সেটা প্রথম ইনিংসেই টের পাওয়া গেছে। ১১৪ রানে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে তৃতীয় দিন শেষ করে মুম্বাই। ৭৯৪ রানের লিডই যথেষ্ট মনে হওয়ায় আজ আর ব্যাটিংয়ে নামেনি মুম্বাই।

জেতার কোনো সম্ভাবনাই নেই, উত্তরাখন্ডের একমাত্র লক্ষ্য ছিল ম্যাচ ড্র করা। কিন্তু ২৮ ওভারও টিকতে পারেনি তারা। ৬৯ রানেই শেষ দলটি। সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত ছিলেন উইকেটকিপার শিবম খুরানা। তিনে নামা কুনাল চান্ডেলা করেছেন ২১ রান। পাঁচজন শূন্য রানে ফিরেছেন। মুম্বাইয়ের ধবল কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান—প্রত্যেকেই ৩ উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার মুলানি।

উত্তরাখন্ডকে হারিয়ে সেমিফাইনালে উত্তর প্রদেশকে পেয়েছে মুম্বাই।

কাল শতক পেয়েছেন জয়সওয়াল
ছবি: বিসিসিআই

প্রথম শ্রেণিতে সবচেয়ে বড় জয়

৭২৫ রান মুম্বাই-উত্তরাখন্ড, ২০২২
৬৮৫ রান নিউ সাউথ ওয়েলস-কুইন্সল্যান্ড, ১৯৩০
৬৭৫ রান ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১৯২৮
৬৩৮ রান নিউ সাউথ ওয়েলস-দক্ষিণ অস্ট্রেলিয়া, ১৯২১
৬০৯ রান এমসিবি-ওয়াপদা, ১৯৭৮