৮ বিপিএলে ৬ হ্যাটট্রিক

আজ হ্যাটট্রিক করেছেন মৃত্যুঞ্জয়ছবি: শামসুল হক

নাঈম ইসলাম কী বলেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরীকে?

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সানরাইজার্সের ম্যাচের ১৮তম ওভার চলছিল। ১৮ বলে ৪৯ রান দরকার ছিল সিলেটের। প্রথম ২ ওভারে ১৭ রান দেওয়া মৃত্যুঞ্জয়কে ডেকে আনেন আজই অধিনায়কত্ব বুঝে নেওয়া নাঈম। আজই বিপিএলে অভিষিক্ত এই পেসারের তাই চাপে ভোগাটাই স্বাভাবিক।

কী নাটক অপেক্ষা করছে, সেটা কল্পনাও করতে পারেননি কেউ।

ওভারের প্রথম দুই বলে ১০ রান তুলেছেন এনামুল
ছবি: প্রথম আলো

প্রথম বলটাই পড়েছিল ৪৪ বলে ৬৮ রান করা এনামুল হকের পায়ে। স্কয়ার লেগ দিয়ে বল উড়াল দিল। রাউন্ড দ্য উইকেট থেকে পরের বলটা করলেন মৃত্যুঞ্জয়। অফ স্টাম্পের বাইরে ব্যাটের সামনে পড়ল বল। কাভার দিয়ে বুলেট গতিতে গেল সে বল। ২ বলেই ১০ রান।

এনামুলকে আটকাতে ওভার দ্য উইকেটে গেলেন বাঁহাতি পেসার। একবার ফিল্ডার বদলালেন, কিন্তু পছন্দ হলো না। আবার বদলালেন। তখনো চিন্তিত মনে হচ্ছিল। একটু পর ওভার দ্য উইকেটে থেকে করবেন না রাউন্ড দ্য উইকেট দিয়ে, এ নিয়েও বিভ্রান্ত মনে হলো তাঁকে। এই অবস্থায় এগিয়ে এলেন নাঈম। মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা বললেন।

অভিষেকেই হ্যাটট্রিক করেছেন ৩৩ রানে ৩ উইকেট পাওয়া মৃত্যুঞ্জয়
ছবি: প্রথম আলো

কী বলেছেন অধিনায়ক, সেটা ম্যাচ শেষে জানিয়েছেন ২০ বছর বয়সী পেসার। আগে থেকেই পরিকল্পনা ছিল ইয়র্কার দেওয়ার। কিন্তু প্রথম দুই বলে সেটা করতে পারেননি। কিন্তু অধিনায়ক পরিকল্পনা থেকে সরতে মানা করলেন। আবারও ইয়র্কার দেওয়ার চেষ্টা করলেন পেসার। এবারও জায়গামতো বল পড়েনি।

ব্যাটের সামনে বল পেয়ে আবার কাভার দিয়ে মারতে চেয়েছিলেন এনামুল। কিন্তু এবার নাসুমের হাতে আটকা পড়লেন ৭৮ রানে থাকা এই ওপেনার। চতুর্থ বলটাও খুব ভালো ছিল না। কিন্তু ফুল লেংথ বলটা তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিলেন মোসাদ্দেক হোসেন। প্রান্ত বদল করে এদিকে এলেন রবি বোপারা। ১১ বলে ১৬ রান করা বোপারার জন্য নিজের সেরা বলটা রেখে দিয়েছিলেন মৃত্যুঞ্জয়। নিখুঁত এক ইয়র্কারে বেল ওড়াল।

হ্যাটট্রিক!

ম্যাচসেরা মৃত্যুঞ্জয়
ছবি: প্রথম আলো

মৃত্যুঞ্জয়ের এই হ্যাটট্রিক বিপিএলের ষষ্ঠ হ্যাটট্রিক। তৃতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেছেন এই বাঁহাতি পেসার। ২০১২ সালে প্রথম বিপিএলেই হ্যাটট্রিক হয়েছিল। মোহাম্মদ সামির পর দ্বিতীয় বিপিএলে কোনো হ্যাটট্রিক হয়নি।
পরের বিপিএলে আরেকটি হ্যাটট্রিক। চতুর্থ ও পঞ্চম বিপিএলে আবার খরা। এরপর ষষ্ঠ বিপিএলেই হয়েছিল তিন হ্যাটট্রিক! এরপর ২০১৯–২০ মৌসুমের বঙ্গবন্ধু বিপিএলেও কোনো হ্যাটট্রিক দেখা যায়নি।

আলিসের পর মৃত্যুঞ্জয়ও বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করেছেন।

বিপিএলের যত হ্যাটট্রিক: