কঠিন উইকেটে আগে ব্যাটিং, কারণ পাকিস্তানের বোলিং!

দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ছবি: পিসিবি টুইটার পেজ
দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ছবি: পিসিবি টুইটার পেজ
>

লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের উইকেটও কঠিন লেগেছে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গোর। তাহলে এমন উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়া কেন?

প্রথম ম্যাচের পরপরই বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠ কিছুটা হতাশা—আরও ভালো উইকেট প্রত্যাশা করেছিলাম আমি। তখন উইকেটের সমালোচনা করেছেন অনেকেই। সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের নাকি দেখে মনেই হয়নি তিনি কোনো টি-টোয়েন্টি ম্যাচ দেখছেন। তিনি এমন উইকেট চেয়েছিলেন যেখানে গড়ে ১৯০-২০০ করে রান উঠবে।

কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টির উইকেট প্রথম দিনের তুলনায় বেশ ভালো ছিল বলেই মত পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। উইকেট নিয়ে আর যার-ই সমস্যা থাকুক, বাবরের যে ছিল না সেটি তাঁর ম্যাচজয়ী পারফরম্যান্সই বলে দিচ্ছে। খেলা শেষে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আজ উইকেট অনেক ভালো ছিল। বল খুব ভালো ব্যাটে এসেছে।’ তবে বাবরের সঙ্গে মিল নেই বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গোর। তাঁর কাছে উইকেট মোটেও সহজ লাগেনি, ‘এটা মোটেও সহজ কোনো উইকেট ছিল না।’

তাহলে ‘সহজ নয়’ এমন উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়া কেন? এমনিতেই গতকাল লাহোরের আবহাওয়ায় সকাল থেকেই কিছুটা কুয়াশা ছিল, দুপুরেও আকাশ খুব একটা রৌদ্রকরোজ্জ্বল হয়নি। এমন উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়ার পক্ষের যুক্তি পাকিস্তানের শক্তিশালী বোলিং!

অবাক হওয়ার কিছু নেই কোচ এমন যুক্তিই দিয়েছেন , ‘আমরা সবাই জানি পাকিস্তানের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী। যদি আপনারা পাকিস্তানের রেকর্ড পর্যালোচনা করেন, তাহলে দেখবেন, নিজেদের সংগ্রহকে রক্ষা করতে তারা কতটা দক্ষ। একটা অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ নিয়ে এমন শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করাটা খুব বুদ্ধিমানের কাজ হতো না।’

আগে ব্যাটিং করেও বা কী লাভ হলো! পাকিস্তানের শক্তিশালী বোলিং তো সেভাবে রানই তুলতে দিল না ব্যাটসম্যানদের। তামিম করলেন টি-টোয়েন্টির রীতিবিরুদ্ধ ব্যাটিং। বাকিরা সেটিও করতে পারলেন না! সংগ্রহ দাঁড়াল (১৩৬/৬) গড়পড়তা। যে সংগ্রহ পাকিস্তানের ব্যাটিংকেও চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট নয়।

আসলে সমস্যা সর্বত্র। বাংলাদেশ দলের অবস্থা যেন ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা!’