ছবিতে চেন্নাই টেস্টের প্রথম দিন

আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনের খেলায় ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে ভারত। মোটাদাগে দিনের প্রথম ভাগ ছিল বাংলাদেশের বোলারদের, পরের ভাগ ভারতের দুই ব্যাটসম্যানের। দিনের বিভিন্ন মুহূর্তের ছবি দেখুন এই আয়োজনে...

১ / ১৫
শুরুতেই টস। রোহিত শর্মা কয়েন ছুড়ে মারলেও জিতেছেন অবশ্য নাজমুল হোসেন
এএফপি
২ / ১৫
টস জয়ের পর বিরল এক সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। জানান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সর্বশেষ কোনো অধিনায়ক চেন্নাইয়ে টেস্টে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর ‘সাহস’ দেখিয়েছিলেন সেই ১৯৮২ সালে, ইংল্যান্ডের কিথ ফ্লেচার
এএফপি
৩ / ১৫
বাংলাদেশ বোলিং শুরু করে তাসকিন আহমেদকে দিয়ে। সকালের নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুটা এই ডানহাতি পেসারের হাত ধরেই
বিসিসিআই
৪ / ১৫
রোহিত শুরু থেকেই ছিলেন অস্বস্তিতে। প্রথম ১০ বলে রানই নিতে পারেননি। এর মধ্যে ইনিংসের চতুর্থ আর হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারেই এলবিডব্লুর ফাঁদে পড়েন। তবে মাঠের আম্পায়ার তাঁকে আউট না দেওয়ায় রিভিউ নিয়েও উইকেট পায়নি বাংলাদেশ
এএফপি
৫ / ১৫
দিনের ষষ্ঠ ওভারে প্রথম সাফল্য, হাসানের বলে দ্বিতীয় স্লিপে নাজমুলের ক্যাচ রোহিত শর্মা (১৯ বলে ৬)
বিসিসিআই
৬ / ১৫
ভারত অধিনায়ককে তুলে নেওয়ার পরের ওভারেই হাসানের দ্বিতীয় শিকার শুবমান গিল। হাসানের সঙ্গে উচ্ছ্বসিত সতীর্থরাও
এএফপি
৭ / ১৫
দানে দানে তিন দান! টানা তৃতীয় ওভারে হাসানের উইকেট। শিকার এবার বিরাট কোহলি। ৩৪ রানেই ৩ উইকেট নেই ভারতের
এএফপি
৮ / ১৫
যশস্বী জয়সোয়ালকে রানআউট করতে আক্ষরিক অর্থেই ঝাঁপ দিয়েছিলেন জাকির হাসান। জয়সোয়াল অবশ্য আউট হননি
এএফপি
৯ / ১৫
দিনের প্রথম ঘণ্টায় তিন উইকেট পড়ে গেলেও চতুর্থ উইকেটে জয়সোয়াল-ঋষভ পন্ত ভালো একটি জুটি গড়ে তোলেন। মধ্যাহ্ন বিরতির পর তৃতীয় ওভারেই পন্তকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ৬২ রানের জুটিটি ভাঙেন হাসান। ভারতের প্রথম চার উইকেটের চারটিই তাঁর!
এএফপি
১০ / ১৫
ফিফটি করে ভারতের ইনিংসকে টেনে তুলছিলেন জয়সোয়াল। দারুণ এক ডেলিভারিতে এই বাঁহাতিকে স্লিপে নাজমুলের ক্যাচ বানান নাহিদ রানা
এএফপি
১১ / ১৫
দিনের প্রথম দুই সেশনে বোলিংয়েই আনা হয়নি সাকিব আল হাসানকে। পরে অবশ্য দুই স্পেলে ৮ ওভার করলেও ৫০ রান দিয়ে উইকেটশূন্য
এএফপি
১২ / ১৫
জাদেজার বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করে সফল হওয়ায় উদ্‌যাপন শুরু করেছিলেন হাসান। এর মধ্যে জাদেজা ছিলেন রানের জন্য দৌড়ের ওপর। ব্যস, বেধে গেল সংঘর্ষ। এরপর অবশ্য রিভিউ নিয়ে বেঁচে যান ভারতীয় অলরাউন্ডার। জাদেজার রান তখন ১৩
এএফপি
১৩ / ১৫
বেলা বাড়তে বাড়তে ব্যাটিং করা সহজ হয়েছে। জাদেজারাও স্বচ্ছন্দে ব্যাট করতে শুরু করেন
এএফপি
১৪ / ১৫
রবিচন্দ্রন অশ্বিন ছিলেন একটু বেশিই আক্রমণাত্মক। ৫৮ বলেই তোলেন ৫০ রান, পরে ১০৮ বলে স্পর্শ করেন তিন অঙ্কের মাইলফলক
এএফপি
১৫ / ১৫
জাদেজা-অশ্বিনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি দিন শেষ করেছে ১৯৫ রান যোগ করে। যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটির সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যেকোনো দলেরও সপ্তম উইকেটে সর্বোচ্চ
এএফপি