লিটনের ভালো লাগা আর বেলিংহামের ‘পানির ফোয়ারা’

কাল রাতে ছিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের দুটি ম্যাচ। একই দিনে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বসেছিল তারার মেলা। আর অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে চলছে অস্ট্রেলিয়ান ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ। পৃথিবীর নানা প্রান্তের ক্রীড়া আয়োজনের বাছাই করা ছবি নিয়ে এ আয়োজন—
১ / ৮
গোলের আনন্দে উড়তে থাকা যাকে বলে, ঠিক সেটিই করছিলেন রদ্রিগো। ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রথম গোলের পর
এএফপি
২ / ৮
আরেকটি সুযোগ নষ্ট! কতটা হতাশার, পেপ গার্দিওলার এই প্রতিক্রিয়াই বলে দিচ্ছে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি
এএফপি
৩ / ৮
অস্ট্রেলিয়ান ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে এভাবেই ক্যামেরায় ধরা পড়েন তিন অলিম্পিক সোনার মালিক কাইলি ম্যাকেওন
এএফপি
৪ / ৮
২০২৪ সালে এই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে পাকিস্তান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরুর আগেই প্রকৃতির বাগড়া। আজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে
এএফপি
৫ / ৮
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ শুরুর আগে ইতিহাদ স্টেডিয়ামের প্রবেশমুখ ছিল এমনই
এএফপি
৬ / ৮
জুড বেলিংহামের মুখে পানির ফোয়ারা...! ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ ম্যাচে
এএফপি
৭ / ৮
শিষ্যদের খেলা যে মেজাজ খারাপ করে দিচ্ছে, আর্সেনাল কোচ মিকেল আরতেতার দাঁতে দাঁত চাপা প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তা। বায়ার্ন মিউনিখ–আর্সেনাল ম্যাচে
এএফপি
৮ / ৮
বুধবার সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে এসেছিলেন লিটন দাস। আজ সেই অনুষ্ঠানের এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার–ব্যাটসম্যান। লিটন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীদের বলেছেন, প্রথম আলো বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে দেশের শীর্ষ ক্রীড়াবিদদের মধ্যে থাকতে পেরে সম্মানিত বোধ করেছেন। এর আগে অনুষ্ঠানের একটি রিল ভিডিও পোস্ট করেন লিটন
ফেসবুক