সেঞ্চুরিতে অন্য রকম রেকর্ড মার্করামের

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস একাই টেনেছেন এইডেন মার্করামএএফপি

নতুন নতুন সব রেকর্ড উপহার দিয়ে যাচ্ছে কেপটাউনের নিউল্যান্ডস। গতকাল ভারত ০ রানেই হারাল শেষ ৬ উইকেট। সেদিন শেষ বেলাতেই ম্যাচে দ্বিতীয়বার ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম আজ মালিক হয়ে গেলেন আরেকটি রেকর্ডের।

৩৬ রান নিয়ে প্রথম দিনটা শেষ করা মার্করাম টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটা পেয়ে গেছেন আজ। আর এতেই হয়ে গেছে রেকর্ড। দক্ষিণ আফ্রিকার ১৭৬ রানের দ্বিতীয় ইনিংসে যে আর কেউ ১২ রানের বেশি করতে পারেননি। ১৪৬ বছরের টেস্ট ইতিহাস এমন ‘বৈষম্যমূলক’ স্কোরকার্ড কখনোই দেখেনি!

সেঞ্চুরির পথে আরেকটি শট এইডেন মার্করামের
এএফপি

দল অলআউট হয়ে গেছে। ১১ ব্যাটসম্যানের ১০ জনই ১৩ রানও ছুঁতে পারেননি। এমন টেস্ট ইনিংসে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত অবদান ছিল গর্ডন হোয়াইটের ৭৩। মার্করামের মতো হোয়াইটও দক্ষিণ আফ্রিকান। ১৯০৬ সালে সেই ম্যাচও হয়েছিল নিউল্যান্ডসেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। শূন্য রানে প্রথম উইকেটের পতনের পর ব্যাটিংয়ে নামা হোয়াইট যখন ৭৩ রানে আউট হলেন, দক্ষিণ আফ্রিকার রান ছিল ৫ উইকেটে ৯৭। ১৫৯ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ইংলিশরা।

আরও পড়ুন

দল অলআউট হয়নি, তবে একজন ছাড়া আর কেউ ১২ রানের বেশি করতে পারেননি, এমন ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গ্রাহাম গুচের। ১৯৭৮ সালে ওভাল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিততে ১৩৮ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়েই লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ইংলিশরা। ৯১ রান করে অপরাজিত ছিলেন ব্যাটিং উদ্বোধন করা গুচ। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেছিলেন দুজন—অধিনায়ক মাইক ব্রিয়ারলি ও ডেভিড গাওয়ার।

আরও পড়ুন