পাকিস্তানের ছক্কার রাজা রিজওয়ান, কোন দলে কে

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন রিজওয়ানেরএএফপি
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মোহাম্মদ রিজওয়ান মেরেছেন একটি ছক্কা। হ্যামিল্টনে টিম সাউদিকে মারা সে ছক্কা দিয়েই রেকর্ডটা হয়ে গেছে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যানের। মোহাম্মদ হাফিজকে (৭৬) টপকে পাকিস্তানের সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। টি-টোয়েন্টিতে ছক্কার দিক থেকে বাকি দেশগুলোর কী অবস্থা, দেখে নেওয়া যাক সেটি—
১৮২

টি-টোয়েন্টিতে সব মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ভারতের রোহিত শর্মার। দুইয়ে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। স্বাভাবিকভাবেই এই দুজন নিজ দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক। এমনিতে ক্যারিয়ারে কমপক্ষে ১০০টি ছক্কা মেরেছেন ১৬ জন ব্যাটসম্যান।

একাধিক ব্যাটসম্যান আছেন ৫টি দেশের—ওয়েস্ট ইন্ডিজ (ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান), অস্ট্রেলিয়া (অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার), ভারত (রোহিত, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব), ইংল্যান্ড (জস বাটলার, এউইন মরগান) ও নিউজিল্যান্ডের (মার্টিন গাপটিল ও কলিন মানরো)।

প্রথম আলো গ্রাফিকস

এখন পর্যন্ত ১০০টি ছক্কা মারতে পারেননি (আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে) জিম্বাবুয়ে, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। সহযোগী দেশগুলোর মধ্যে ১০০টি ছক্কা মারা একমাত্র ব্যাটসম্যান সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম (১০৩)। ওয়াসিম একটি দিক দিয়ে সবার চেয়ে এগিয়েও। কমপক্ষে ১০০ ছক্কা মেরেছেন, এমন ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে কম ইনিংস খেলেছেন তিনিই—৪৪টি।

আরও পড়ুন
৬৪

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার দিক দিয়ে সবার নিচে বাংলাদেশই। মাহমুদউল্লাহ ছাড়া ছক্কার ফিফটি আছে বাংলাদেশের আর দুজনের—লিটন দাস ও সাকিব আল হাসান।

বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা

১৩৪৮

টি-টোয়েন্টিতে কোনো দেশের সর্বোচ্চ ছক্কার তালিকায় সবার ওপরে কারা, সেটি অনুমান করা এমন কঠিন কোনো কাজ নয়। ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত খেলেছে ১৮৯টি ম্যাচ, তাতে সবচেয়ে বেশি ১৩৪৮টি ছক্কা তাদেরই। এখানেও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ।

প্রথম আলো গ্রাফিকস
আরও পড়ুন
১২৭২

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছক্কা হয়েছে ভারতের বিপক্ষে। সবচেয়ে কম ৫১৮টি ছক্কা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে, অবশ্য তারা ম্যাচও খেলেছে সবচেয়ে কম। বাংলাদেশের অবস্থান এখানে ৯ নম্বরে। ১৫৮টি ম্যাচে তাদের বিপক্ষে ছক্কা হয়েছে ৮২৪টি।

কার বিপক্ষে কত ছক্কা