জলপরিদের জলকেলি ছড়াল মুগ্ধতা ও মূর্ছনা

জলপরিদের জলকেলি—সিঙ্গাপুরে চলমান বিশ্ব অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপের সুইমিং ইভেন্টের ছবিগুলো একের পর এক দেখতে থাকলে এমনটাই হয়তো মনে হয় অনেকের। সাঁতারুদের নানা ধরনের অ্যাক্রোবেটিক ভঙ্গির এই ছবিগুলো যেন নান্দনিকতার আধার। সাঁতারুরা কখনো যেন ডাইভ দিয়ে পৌঁছে যাচ্ছেন পাতালে, আবার কখনো মাথা ও হাত উঁচিয়ে স্পর্শ করছেন আকাশ। ইন্দ্রজাল ছড়ানো এই ছবিগুলো থেকে যেন চোখ ফেরানোই কঠিন! তেমন কিছু নির্বাচিত ছবি নিয়েই ফটো ফিচারের এই আয়োজন—
১ / ৯
এ যেন পানির তলদেশে অদ্ভুত এক মানব পিরামিড। ইতালি নারী দলের পারফরম্যান্সের সময় তোলা হয় নান্দনিক এই ছবি
রয়টার্স
২ / ৯
এভাবে বুঝি হাতের ওপর ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকা যায়। কানাডা নারী দলের পারফরম্যান্সের একটি মুহূর্ত
রয়টার্স
৩ / ৯
শুধু জলে নয়, ডাঙাতেও ছিল প্রদর্শনী। কাজাখস্তানের নারী সাঁতারুদের পারফরম্যান্স ছড়িয়েছে মুগ্ধতা
রয়টার্স
৪ / ৯
দুই হাত উঁচিয়ে এভাবেই দারুণ একটি মুহূর্তের জন্ম দিয়েছেন ফ্রান্সের নারী সাঁতারুরা
এএফপি
৫ / ৯
যুক্তরাষ্ট্রের নারী দলের পারফরম্যান্সের এক পর্যায়ে এমনই অ্যাক্রোবেটিক ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন এই সাঁতারু
রয়টার্স
৬ / ৯
‘আপসাইড ডাউন’ বোধ হয় একেই বলে। তবে এই দৃশ্যের পুরোটাই যেন মায়া। যেখানে পানির ওপরে থাকা পায়ের দেখা মিললেও পানির নিচে থাকা মাথার দেখা নেই। পাগুলো আজ প্রাথমিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করা ইতালির নারী সাঁতারুদের
রয়টার্স
৭ / ৯
আগের ছবিতে দেখা গিয়েছিল শুধু পা; আর থাই নারী দলের দলগত পারফরম্যান্সের এই ছবিতে দেখা যাচ্ছে শুধু মাথা। ছবি দেখে মনেই হচ্ছে না এই নারীদের শরীরে মাথা ছাড়া আর কোনো অঙ্গপ্রত্যঙ্গ আছে
রয়টার্স
৮ / ৯
হঠাৎ দেখলে মনে হবে সুইমিংপুলে ঝাঁক বেঁধে নেমেছে টিয়া পাখি, যারা এখনই পানি থেকে আকাশের দিকে উড়াল দেবে। তবে এরা পাখি নয়, যুক্তরাষ্ট্রের নারী সাঁতারু দল। আজ প্রাথমিক রাউন্ডের ইভেন্ট চলাকালে ফ্রেমবন্দী করা হয়েছে এই ছবি
এএফপি
৯ / ৯
কাজাখস্তানের নারী সাঁতারুদের এই ছবি দেখলে মনেই হবে না তাঁরা কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সাঁতারের চেয়ে নাচের মুদ্রাই যেন বেশি মূর্ছনা ছড়াচ্ছে
রয়টার্স