মুরগি কাঁধে নিয়ে এ কোন ওয়ার্নার

প্রয়াত টেরি ভেনাবলসের সঙ্গে ডেভিড বেকহাম। এক ফ্রেমে ওয়াসিম আকরাম, মঈন খান, মিসবাহ-উল-হক ও শোয়েব মালিকরা। বিশাল এক মাছ হাতে কুইন্টন ডি কক। সাইকেলে চড়ছেন রবার্ট লেভানডফস্কি। আর মুরগি কাঁধে ছবি তুলেছেন ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৬
সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
বিশ্বকাপের ফাইনালে যেতে না পারলেও ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। বিশ্বকাপ শেষে মাছ ধরতে গিয়েও ধরে রেখেছেন সাফল্যের ছন্দ! বিশাল এই মাছ হাতে ছবি পোস্ট করে ভালো সময় কাটানোর কথা ডি কক নিজেই বলেছেন
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
চলে গেলেন ইংল্যান্ড জাতীয় দল ও বার্সেলোনার সাবেক কোচ টেরি ভেনাবলস। শৈশবের এই ছবি পোস্ট করে তাঁকে স্মরণ করেছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার লিখেছেন, ‘তিনি ছিলেন আমাদের সেরা কোচ। ভক্ত এবং খেলোয়াড়েরা তাঁকে ভালোবাসত। তাঁর পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
মাঠের বাইরে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ মাতিয়ে রেখেছিল পাকিস্তানি টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’ এর টক শো অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’। এই অনুষ্ঠানে ওয়াসিম আকরাম, মঈন খান, মিসবাহ-উল-হক ও শোয়েব মালিকের বিশ্লেষণ ও খুনসুটি ক্রিকেটপ্রেমীদের দারুণ বিনোদন দিয়েছে। অনুষ্ঠানের শেষ দিনের এ ছবি পোস্ট করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
বিশ্বকাপে ধারাভাষ্যকক্ষে ব্যস্ত সময় পার করা আতহার আলী খান এখন আছেন অবকাশে। এর মধ্যেও জিমে ঘাম ঝরিয়ে নিজেকে ফিট রাখার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে তুলতে হয়তো খানিকটা বিরক্তিই এসে গেছে ডেভিড ওয়ার্নারের মনে। তাই এবার কাঁধে মুরগি নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার
ছবি: ইনস্টাগ্রাম