‘আনভিসা ১ আর্জেন্টিনা ০’

ব্রাজিল স্ট্রাইকার রিচার্লিসনফাইল ছবি: এএফপি

ব্রাজিলের জার্সিতে ৩২ ম্যাচে ১০ গোল করেছেন রিচার্লিসন। গোল করে তিনি যতটা আলোচিত, মুখ খুলে তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন।

কিছুদিন আগে যেমন আর্তুরো ভিদালের সঙ্গে তাঁর লেগেছে। ব্রাজিল তারকাকে ‘ভাঁড়’ বলতে কুণ্ঠা করেননি চিলি মিডফিল্ডার। রিচার্লিসন এবার আলোচনার জন্ম দিলেন আর্জেন্টিনা দলকে খোঁচা মেরে।

সাও পাওলোয় কাল বাংলাদেশ সময় রাত একটায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। খেলা শুরুর সাত মিনিটের মাথায় ভন্ডুল হয় ম্যাচ। ব্রাজিলের স্বাস্থ্য তত্ত্বাবধানকারী সংস্থা আনভিসার এজেন্টরা পুলিশসহ মাঠে ঢুকে আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে আটকের চেষ্টা করেন।

পরে ম্যাচটি স্থগিত হয়ে যায়। এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরো—এই চার খেলোয়াড় ইংল্যান্ড থেকে এসেছেন, কিন্তু কোয়ারেন্টিন না করায় তাঁদের আটক করতে এসেছিলেন আনভিসার কর্মকর্তারা। এই চার খেলোয়াড়ের মধ্যে শুধু বুয়েন্দিয়া দলের একাদশে ছিলেন না। যদিও তার আগের দুদিন ব্রাজিলেই ছিল আর্জেন্টিনা দল। আনভিসার কর্মকর্তাদের ঘুম ভেঙেছে ম্যাচ শুরুর পর!

রিচার্লিসনের ইনস্টাগ্রাম পোস্ট
ছবি: ইনস্টাগ্রাম

সে যা–ই হোক, তাৎক্ষণিকভাবে আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে গেলেও ব্রাজিল দল মাঠে থেকে গিয়েছিল। সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমার-রিচার্লিসনদের নাকি খেলার ইচ্ছা ছিল। এ ইচ্ছা থেকেই মাঠ ছেড়ে যায়নি ব্রাজিল দল। ঘটনাটা ফিফার দ্বার পর্যন্ত গড়িয়েছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্ব যেহেতু ফিফার টুর্নামেন্ট, এ ম্যাচের রিপোর্ট ফিফার দরবারে জমা পড়বে, যা সিদ্ধান্ত নেওয়ার ফিফাই নেবে। যদিও সংবাদমাধ্যম জানিয়েছে, স্থগিত ম্যাচ থেকে আর্জেন্টিনার পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার সম্ভাবনাই বেশি।

কিন্তু আর্জেন্টিনা যেহেতু ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী, রিচার্লিসন মেসি-দি মারিয়াদের খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এভারটন স্ট্রাইকার লিখেছেন, ‘ম্যাচ শেষ। আনভিসা ১ আর্জেন্টিনা ০।’ রিচার্লিসন সম্ভবত বোঝাতে চেয়েছেন, আর্জেন্টিনা দল যেহেতু আনভিসার বাগড়া দেওয়ায় মাঠ ছেড়ে চলে গেল, সেহেতু জয়টা তাঁদের দেশের স্বাস্থ্য বিভাগের।

ইংল্যান্ডে খেলেন বিধায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি, কোয়ারেন্টিন মানেননি। যে কারণে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ব্রাজিল থেকে বের করে দেওয়া হতে পারে, এমন খবর ম্যাচের আগে শোনা গিয়েছে। কিন্তু আর্জেন্টিনা দল ব্রাজিলে পা রাখার পর আনভিসা আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি।

এদিকে কনমেবল শৃঙ্খলাবিধির ৭৪ নম্বর ধারায় স্পষ্টভাবেই উল্লেখ আছে, ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। খেলতে বাধা দেওয়া যাবে না। খেলোয়াড়–সংক্রান্ত সমস্যা থাকলে সেটা মেটাতে হবে ম্যাচ শুরুর আগে বা পরে, ম্যাচ চলাকালীন নয়। এমনটি হলে যে দলের কারণে ম্যাচ থেমে যাবে, সে দল তিন পয়েন্ট হারাবে। প্রতিপক্ষ দল পাবে সেই তিন পয়েন্ট।