আবাহনী কি পারবে বসুন্ধরা কিংসের সঙ্গী হতে

আবাহনী সুযোগ পাচ্ছে এএফসি কাপে খেলারছবি: প্রথম আলো

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ অনুষ্ঠিত হয়েছে এএফসি কাপের ড্র। গ্রুপ ‘ডি’–তে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতের আই-লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি ও মালদ্বীপের দিভেহি লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে।

এই গ্রুপে থাকবে আরও একটি দল। সে দলকে পেরিয়ে আসতে হবে প্লে-অফ পর্ব। গ্রুপের সেই চতুর্থ দল হিসেবে এএফসি কাপে খেলার সুযোগ থাকছে আবাহনী লিমিটেডের। সে ক্ষেত্রে ধানমন্ডির ক্লাবটিকে পেরোতে হবে প্লে-অফ পর্ব।

আবাহনী ফাঁকতালে সুযোগ পেয়েছে এএফসি কাপে
ছবি : প্রথম আলো

আবাহনী সুযোগ পাচ্ছেও অবশ্য ফাঁকতালে। আরও নির্দিষ্ট করে বললে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অপারগতায়। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হওয়ায় এএফসি কাপের প্লে-অফে খেলার কথা ছিল শেখ জামালেরই। কিন্তু এএফসির ক্লাব লাইসেন্সের শর্ত পূরণ করতে না পারায় তাদের খেলা হচ্ছে না। সে কারণে সুযোগটা পাচ্ছে গত মৌসুমে লিগে তৃতীয় হওয়া আবাহনী। তাদের এএফসির ক্লাব লাইসেন্স আছে।

কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া প্লে-অফ পর্ব থেকে গ্রুপের চার নম্বর দল হওয়ার জন্য লড়াইয়ে আবাহনীর পাশাপাশি থাকছে আরও পাঁচটি ক্লাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েও শেখ জামাল এএফসি কাপে খেলতে পারছে না
বাফুফে

এর মধ্যে আছে ভারতের মোহনবাগানও। অন্য চারটি দল—নেপালের মাহিন্দ্রা এফসি, শ্রীলঙ্কার ব্লু স্টার, ভুটানের পারো এফসি ও মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া। এ ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মার্চে।

করোনার কারণে এবারও এএফসি কাপের মূল পর্বের ম্যাচগুলো হবে নির্দিষ্ট একটি ভেন্যুতে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দল পাবে পরের রাউন্ডের টিকিট। ভেন্যু এখনো চূড়ান্ত নয়। আর মার্চে প্লে-অফের ম্যাচ হওয়ার পর মূল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা আগামী মে মাসে।

গত মৌসুমে এএফসি কাপে গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে যেতে পারেনি বসুন্ধরা কিংস
প্রথম আলো ফাইল ছবি

গত বছর এএফসি কাপে গ্রুপ পর্বে অপরাজেয় দল ছিল বসুন্ধরা কিংস। কিন্তু এমন দাপুটে ফুটবলের পরও পরবর্তী রাউন্ড অর্থাৎ, আন্ত–আঞ্চলিক পর্বে যাওয়া হয়নি তাদের। শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরার দরকার ছিল জয়, কিন্তু ১-১ গোলে ড্র করেছিল তারা।

এর আগে প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এএফসি কাপে শুভ সূচনা করেছিল বসুন্ধরা। দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এএফসির বিপক্ষে করেছিল গোলশূন্য ড্র।