ম্যাচের নাম ‘লা ফিনালিসিমা’। মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের সেরা ইতালি। এ ম্যাচের আগে অনেকেই ফেবারিট মানছেন টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনাকে। কেউ কেউ আবার মনে করছেন, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি এ ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে পারে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত পৌনে একটায়।

পাঠক, আজ ‘লা ফিনালিসিমা’ জিতবে কোন দল, আপনার মতামত জানান ভোটে।