উয়েফার বর্ষসেরা জর্জিনিও

চ্যাম্পিয়নস লিগের ট্রফি হাতে জর্জিনিওফাইল ছবি

জর্জিনিও, কেভিন ডি ব্রুইনা ও এনগোলো কান্তে—এবারের উয়েফা বর্ষসেরা পুরস্কারের সেরা তিন মনোনীত ফুটবলারের মধ্যে ছিলেন তাঁরা। নাম তিনটির সঙ্গে সর্বশেষ মৌসুমে তাঁদের অর্জনের হিসাব মিলিয়ে বেশির ভাগ ফুটবলপ্রেমীই অনুমান করেছিলেন পুরস্কারটি উঠছে জর্জিনিওর হাতে। চেলসির চ্যাম্পিয়নস লিগে বড় ভূমিকা রেখেছেন। এরপর ইতালির হয়ে জিতেছেন ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ। সেই তুলনায় ডি ব্রুইনা আর কান্তের অর্জন খুব বেশি নয়।

ব্রাজিলে জন্ম নেওয়া ইতালির প্লেমেকার জর্জিনিও।
ফাইল ছবি

অনুমতিভাবেই উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন ২৯ বছর বয়সী জর্জিনিও। পুরস্কার অনুষ্ঠানে থাকতে পারেননি ব্রাজিলে জন্ম নেওয়া ইতালির ফুটবলার। এক ভিডিও বার্তায় এর জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। জর্জিনিওর সঙ্গে উয়েফার বর্ষসেরা কোচ হয়েছেন তাঁর চেলসি দলের কোচ টমাস টুখেল।

জর্জিনিও ফেবারিট হিসেবে বর্ষসেরার পুরস্কার জিতলেও ভোটাভুটিতে খুব লড়াই হয়েছে। উয়েফা জানিয়েছে, কোচ আর সাংবাদিকদের ভোটে জর্জিনিও পেয়েছেন ১৭৫ পয়েন্ট। দ্বিতীয় হওয়া ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনার পয়েন্ট ১৬৭। আর জর্জিনিওর চেলসির সতীর্থ ফরাসি মিডফিল্ডার কান্তে পেয়েছেন ১৬০ পয়েন্ট।