এমবাপ্পের আশায় বসে আছেন রিয়ালের খেলোয়াড়েরা

মেসির সঙ্গে খেলা হবে তো এমবাপ্পের?ছবি: রয়টার্স

আজ প্রথমবারের মতো দেখা যেতে পারে ‘এমএনএম’ জুটিকে। মেসি, নেইমার ও এমবাপ্পে—এই ত্রয়ী আজই হয়তো দেখাবেন তাঁদের নিয়ে পিএসজি কেমন ফুটবল উপহার দেয়। তবে সেই ফুটবল যেন আজই শেষ হয়ে যায়, সে আশায় বসে আছেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। কিলিয়ান এমবাপ্পেকে কেনার প্রস্তাব দিয়ে রেখেছে রিয়াল। এখন শুধু পিএসজি রাজি হওয়ার অপেক্ষা। আর পিএসজি রাজি হয়ে গেলে ফ্রেঞ্চ ক্লাবটিতে আজকের ম্যাচই হবে এমবাপ্পের শেষ ম্যাচ।

বড় তারকার অভাবে ভোগা রিয়াল সমর্থকেরা তাই আশা করতেই পারেন। এখন জানা গেল শুধু সমর্থকেরা নয়, রিয়ালের খেলোয়াড়েরাও এমবাপ্পের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। যে কোনোভাবেই হোক আগামী দুই দিনের মধ্যে এমবাপ্পেকে তাঁদের সতীর্থ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হোক, এটাই চাচ্ছেন তাঁরা।

কাল রিয়ালের হয়ে গোল করেছেন কারভাহাল
ছবি: রয়টার্স

গতকাল রিয়াল বেতিসের মাঠে খেলতে নেমেছিল রিয়াল। প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয় পেয়েছে তারা। ম্যাচে ১৩টি শট নিয়েছে লস ব্লাঙ্কোরা। কিন্তু এর মধ্যে পোস্টে ছিল মাত্র তিনটি শট। এমবাপ্পের মতো একজন গোলশিকারিকে রিয়ালের যে দরকার, সেটা কাল আবার বোঝা গেছে। দলকে জয় এনে দিয়েছে রাইটব্যাক দানি কারভাহালের গোল।

এমবাপ্পের সঙ্গে জুটি বাঁধা হবে নেইমার-মেসির?
ফাইল ছবি: এএফপি

চোটের কারণে বহুদিন ধরেই রিয়ালের জার্সিতে দেখা যাচ্ছিল না কারভাহালকে। প্রায় সাত মাস পর একাদশে দেখা গেছে তাঁকে। সে ম্যাচেই গোল করেছেন। কিন্তু গোল করার দায়িত্ব তো ফরোয়ার্ডদের। এ কারণেই হয়তো এমবাপ্পেকে পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন কারভাহাল, ‘আশা করি, দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই এমবাপ্পে আমাদের সঙ্গে যোগ দেবে। সে দারুণ খেলোয়াড় এবং ওর যোগ দেওয়াটা দলের শক্তি অনেক বাড়াবে।’

রএতদিন এমবাপ্পেই ছিলেন পিএসজির মূল গোল ভরসা
ছবি: রয়োটার্স

শুধু কারভাহাল নন, ক্লাব কিংবদন্তি ও বর্তমান পরিচালক এমিলো বুত্রাগেনোও এ নিয়ে কথা বলেছেন কাল। সাবেক স্ট্রাইকার জানেন সমর্থকেরা বড় কোনো তারকা দেখার জন্য উদগ্রীব। ক্লাবও ১৭ কোটি ইউরো দিয়ে এমবাপ্পেকে কেনার প্রস্তাব দিয়ে রেখেছে। কিন্তু পিএসজির এভাবে গোঁ ধরে রাখার মুখে তাঁদের যে কিছু করার নেই, সেটাও একপ্রকার স্বীকার করে নিয়েছেন বুত্রাগেনো, ‘আমি বুঝি সমর্থকেরা আশায় আছেন। সব সংবাদমাধ্যম এ নিয়ে কথা বলছে, কিন্তু এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’