কী হবে মেসির দশ নম্বর জার্সিটার?

মেসির জার্সির কী হবে?ছবি: এএফপি

ফুটবলের হাজারো অলিখিত নিয়মের মতো এটাও একটা নিয়ম।

দলের সবচেয়ে ভালো, আক্রমণভাগের সবচেয়ে সৃষ্টিশীল খেলোয়াড়ের গায়ে থাকে ১০ নম্বর জার্সি। বার্সেলোনায় এতকাল যা ছিল লিওনেল মেসির। মেসির আগে সেই ১০ নম্বর জার্সি পরে ন্যু ক্যাম্প মাতিয়েছেন রোনালদিনিও।

ডিয়েগো ম্যারাডোনা, পেলে, রিভালদো, রবার্তো বাজ্জো, আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সেসকো টট্টি—নিজ নিজ ক্লাব ও জাতীয় দলের হয়ে অধিকাংশ সময়ে ১০ নম্বর জার্সিই পরেছেন। রিয়াল মাদ্রিদে এখন ১০ নম্বর জার্সি লুকা মদরিচের দখলে। পিএসজির ১০ নম্বরটা নেইমারের।  কিন্তু মেসি বার্সেলোনা ছাড়ার পর বিখ্যাত এই জার্সিটার কী হবে? কে হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি?

এভাবে ১০ নম্বর জার্সি পরে কেউ এবার উল্লাস করবেন না
ছবি: এএফপি

এমন প্রশ্নের উত্তরে যথারীতি নানা মুনির নানা মত। কেউ বলছেন, এ জার্সি অবসরে পাঠানোই ভালো। কারণ, ১০ নম্বর জার্সি গায়ে মেসি যা যা করেছেন, যেসব কীর্তি গড়েছেন, তা আর কারও পক্ষে করা সম্ভব নয়। এক সময় ১০ নম্বর জার্সি পরে নাপোলির হয়ে অনন্য হয়ে উঠেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। নাপোলি পরে সেই জার্সিকে ‘অবসরে’ পাঠিয়েছে। ম্যারাডোনা যাওয়ার পর আর কেউই নাপোলির ১০ নম্বর জার্সি পাননি। আয়াক্সের ১৪ নম্বর জার্সিরও একই ব্যাপার। যে জার্সি ইয়োহান ক্রুইফ পরে খেলেছেন, সেটি আর কাউকে দিতে চায়নি আয়াক্স। চেলসিও ইতালীয় তারকা জিয়ানফ্রাঙ্কো জোলার ২৫ নম্বর জার্সি সযত্নে তুলে রেখেছে।

স্প্যানিশ লিগের নিয়ম আবার ভিন্ন। তারা কোনো ক্লাবকেই কোনো নির্দিষ্ট জার্সি অবসরে পাঠাতে দেয় না। তাই মেসির পরে যাওয়া বার্সার ১০ নম্বর জার্সিকেও অবসর দেওয়া নিয়মানুযায়ী সম্ভব নয়। এ ক্ষেত্রেও সমাধান দিয়ে দিয়েছেন কেউ কেউ—বার্সার ১০ নম্বর জার্সি আর কাউকে না দিলেই হয়!

অন্তত সামনের মৌসুমে বার্সা যে এই ১০ নম্বর জার্সিটা কাউকে দিচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। দুদিন আগে হোয়ান গাম্পার ট্রফির ম্যাচে এই জার্সি নম্বরটা অব্যবহৃতই রেখেছিল বার্সেলোনা। সবার ধারণা, বাকি মৌসুমেও ওই জার্সি কাউকে দেবে না তারা। তবে বার্সেলোনার সাবেক কিংবদন্তি ডাচ খেলোয়াড় রোনাল্ড ডি বোরের মতে, জার্সিকে একেবারেই অবসরে পাঠানোর দরকার নেই।

পিএসজি ইঙ্গিত দিয়েছে ১০ নম্বর জার্সি মেসি পাচ্ছেন না
ছবি: টুইটার

টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি বোর বলেন, ‘আমরা যখন আয়াক্সে ছিলাম, তখন ক্রুইফের সম্মানে ১৪ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছিলাম। তবে আমার কাছে মনে হয়, এখানে অমনটা করার দরকার নেই। আমার মনে হয়, দশ নম্বর জার্সির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। এমন না যে জার্সিটা কোথাও উঠিয়ে রেখে বলতে হবে যে না এই জার্সি আর কেউ পরতে পারবে না। জার্সিটা এমন কাউকে দেওয়া উচিত, যার মেসির ক্ষমতাকে স্পর্শ করার সামর্থ্য আছে। এমন একজন ছেলেকে জার্সিটা দেওয়া হোক, যে মেসির মতো হতে চায়।’

মেসির আগে বার্সেলোনায় এই জার্সিটা পরেছেন রোনালদিনিও (২০০৩-০৮), আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকেলমে (২০০২-০৩), ব্রাজিলিয়ান তারকা রিভালদো (২০০০-০২), ফিনিশ স্ট্রাইকার ইয়ারি লিতমানেন (১৯৯৯-০০), ব্রাজিলিয়ান মিডফিল্ডার জিওভান্নি (১৯৯৬-৯৭) ও স্প্যানিশ উইঙ্গার আনহেল কুয়েলার (১৯৯৫-৯৬)।