‘কৃষক লিগে স্বাগতম’—বায়ার্নকে ভিয়ারিয়াল

বায়ার্ন মিউনিখের মাঠে স্মরণীয় জয়ের পর ভিয়ারিয়ালের খেলোয়াড়েরাছবি: টুইটার

অ্যালিয়াঞ্জ অ্যারিনায় কাল রাতে শেষ বাঁশি বাজার পর থেকেই শুরু। পরবর্তী এক ঘন্টার ব্যবধানে অন্তত ১৫টি টুইট!

আনন্দে ফেটে পড়লে যা হয়, ভিয়ারিয়াল টুইটার অ্যাডমিন সম্ভবত তেমনই ঘোর লাগা পরিস্থিতির মধ্যে ছিলেন। হবে না কেন, চ্যাম্পিয়নস লিগে ছয়বারের চ্যাম্পিয়ন, জার্মান লিগে সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখকে যদি ভিয়ারিয়ালের মতো দল বিদায় করে দেয় তাহলে স্বাভাবিক থাকাই তো অস্বাভাবিক।

ভিয়ারিয়াল খেলোয়াড়েরাও তাই স্বাভাবিক ছিলেন না। ড্রেসিংরুমে হইচই–হুল্লোড় করে আনন্দের ফল্গুধারা বইয়ে দিয়েছিলেন উনাই এমেরির দল। টটেনহাম থেকে ধারে আসা ভিয়ারিয়াল মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো এক কাঠি সরেস।

সতীর্থদের সবাই যখন ড্রেসিংরুমে উল্লাসে মত্ত, আর্জেন্টাইন তারকা উঠে পড়েন ড্রেসিংরুমের এক আসবারের ওপর। যেন ওখানে দাঁড়িয়ে একটু নেচে না নিলে আনন্দের প্রকাশটা ঠিকমতো হবে না!

তখন ভিয়ারিয়াল টুইটার অ্যাকাউন্টে একের পর এক উদযাপন ও মজার টুইট দেখেছেন রাত জাগা ফুটবল সমর্থকেরা। এর মধ্যে একটি টুইট নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, ‘উয়েফা কৃষক লিগে স্বাগতম।’

কাল বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিটে ভিয়ারিয়ালের টুইটার অ্যাকাউন্টে এই পোস্ট করা হয়। জমি চাষাবাদের জন্য একটি ট্রাক্টরের মতো গাড়ির ওপর বসে টুপি পড়া এক লোক ইতিবাচক অর্থে বুড়ো আঙুল দেখাচ্ছেন—এমন ছবি পোস্ট করে ক্যাপশনটি দেওয়া হয়। দেড় লাখের বেশি লাইক এবং প্রায় ১৯ হাজার রি–টুইট করেছেন সমর্থকেরা।

এই টুইটের অর্থ কী হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। কেউ মনে করছেন, কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়ালকে খাটো করে মন্তব্য করেছিলেন বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান। এই টুইট তারই জবাব। অনেকে আবার মনে করছেন, এই টুইটের দ্বৈত অর্থ হতে পারে।

সবার আগে ‘কৃষক লিগ’ কথাটা ব্যাখ্যা করে নেওয়া ভালো। মজার ছলে একটু খাটো চোখে দেখে এই কথাটা বেশি বলা হয়েছে ফরাসি লিগ আঁ–কে।

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেরা একসঙ্গে পিএসজিতে খেলার আগে লিগ আঁ–কে ‘কৃষক লিগ’ বলেছেন অনেকে। যেহেতু সেখানে ক্লাবে ক্লাবে তারকা খেলোয়াড় নেই, চাকচিক্যতেও পিছিয়ে, প্রতিদ্বন্দ্বীতাও তেমন একটা নেই, তাই এই নাম দেওয়া হয়।

গত বছর চ্যাম্পিয়নস লিগে লিগ আঁ থেকে পিএসজি ও লিঁও সেমিফাইনালে ওঠার পর এ নিয়ে পাল্টা জবাবও দিয়েছিলেন এমবাপ্পে। সেবার সেমিফাইনালে ইংল্যান্ড, স্পেন ও ইতালি থেকে কোনো দল উঠতে পারেনি। এমবাপ্পে তিনটি করতালির ইমোসহ ‘কৃষক লিগ’ লিগে টুইট করেন।

বিদায়ে হতাশ বায়ার্নের খেলোয়াড়েরা
ছবি: এএফপি

প্রশ্ন হলো, লা লিগার দল ভিয়ারিয়াল কেন এই টুইট করল? ভিয়ারিয়াল কখনো লা লিগা জিততে পারেনি। নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাই (ইউরোপা লিগ) গত বছর জিতেছে ৯৯ বছরের পুরোনো এই ক্লাব। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি চলে যাওয়ায় লা লিগার জৌলুস কিছুটা হলেও কমেছে।

স্পেনের শীর্ষস্থানীয় এই লিগকে অনেকে খোঁচা মেরে ‘কৃষক লিগ’ও বলে থাকেন। এই পরিস্থিতিতে বায়ার্নের মতো কুলীন দলের কোচ কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ভিয়ারিয়ালকে খানিকটা খাটো চোখে দেখতেও দ্বিধা করেননি।

বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান প্রথম লেগে হারের পর বলেছিলেন, ভিয়ারিয়াল ১–০ গোলে ম্যাচটা জিতে ‘আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে।’ নাগালসমান বুঝিয়েছেন, মাত্র এক গোলের ব্যবধান বায়ার্নের জন্য কোনো সমস্যাই না।

ফিরতি লেগ শেষে বায়ার্নকে বিদায় করে পাল্টা খোঁচা কিংবা জবাব হিসেবে জার্মান ক্লাবটি ও লা লিগার নিন্দুকদের প্রতি ভিয়ারিয়ালের পক্ষ থেকে এই টু্ইট করা হয়েছে বলেও মনে করছেন অনেকে। যেহেতু কাল রাতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও জার্মানির ক্লাব, আর এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগকে তো বিশ্বের জনপ্রিয়তম লিগ হিসেবেই ধরা হয়।

সেমিফাইনালে ওঠার পর ভিয়ারিয়ালের খেলোয়াড়দের উদযাপন
ছবি: এএফপি

আবার অন্য একটি অর্থও খুঁজে পেয়েছেন কেউ কেউ। ভিয়ারিয়াল এফসি স্পেনের প্রদেশ কাস্তেয়নরে শহর ভিয়ারিয়ালে অবস্থিত। কাস্তেয়নের বেশির ভাগ মানুষই পেশায় কৃষক।

উইঙ্গার আলফানসো পেদরাজার কথাই ধরুন, ভিয়ারিয়াল যুব দলে বেড়ে ওঠা এই উইঙ্গার খেলেছেন ক্লাবটির মূল দলেও। গত কয়েক মৌসুম ধরে ধারে বিভিন্ন ক্লাবে খেলে বেড়ানো পেদরাজা কৃষিকাজের সঙ্গেও জড়িত। তো ভিয়ারিয়ালের এই কৃষকদের জোটে যোগ দেওয়ার আহবান জানিয়েও টুইটটি করা হতে পারে।

যে কারণেই টুইটটি করা হোক, ফুটবল সমর্থকেরা যে তাতে মজেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই।

আরেকটি টুইট যেমন, ‘লড়াই না করলে জেতার কোনো সুযোগ নেই।’ কথাটা এমনিতে সাধারণ মনে হতে পারে তবে ভিয়ারিয়ালের টুইটটি দেখলে তা মনে হওয়ার সুযোগ নেই। একটি ছবি পোস্ট করা হয় এই টুইটের সঙ্গে।

ছবিতে দেখা যাচ্ছে, অনেক উঁচুতে একটি ভাঙা বাড়ি ওপর যুদ্ধসাজে বসে একটি অল্প বয়সী ছেলে। দুই হাতে দুটি তরবারি। দাত–মুখ খিঁচিয়ে তাকে ধরতে হাত বাড়িয়ে দিয়েছে অতিকায় এক দানব। বলা বাহুল্য, সেই অল্প বয়সী ছেলেটির গায়ের ওপর ভিয়ারিয়ালের লোগো, বায়ার্নের লোগোটা দানবটির ঠিক মাথার ওপর।

হ্যাঁ, বাইবেলের সেই ডেভিড–গোলিয়াথ লড়াইয়ের সারসত্তাটুকু নিয়েই এই টুইট, কারণ ইউরোপে ধারে–ভারে বায়ার্ন তো গোলিয়াথই। ভিয়ারিয়াল কি, তা না বললেও চলে। জনপ্রিয় অ্যাকশন গেম ‘এলডেন রিং’ অবলম্বনেও টুইট করা হয়।

আরও একটি টুইট নজর কেড়েছে ফুটবল সমর্থকদের। ম্যাচের আগে কাল বায়ার্নের এক সমর্থক টুইট করেন তাঁর প্রত্যাশিত স্কোরলাইন —বায়ার্ন ৯: ভিয়ারিয়াল ৩।

বায়ার্নের টুইটার অ্যাকাউন্ট থেকে এই টুইট রি–টুইট দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘আমরা কি এমন কিছু করব?’ বায়ার্নের বিদায়ের পর সেই টুইটের স্ক্রিনশট ভিয়ারিয়ালের টুইটার অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে লেখা হয়, ‘তোমরা নিশ্চিত?’

মাঠের লড়াইয়ের বাইরে এ যেন আরেক লড়াই!