কোমানের নিষেধাজ্ঞা তুলে নিতে হাল ছাড়ছে না বার্সা

আতলেতিকোর বিপক্ষেই রোনাল্ড কোমানকে ডাগআউটে দেখতে চায় বার্সা।ছবি: রয়টার্স

লা লিগা পয়েন্ট টেবিলে তিন দলের অবস্থানই সব বলে দিচ্ছে। ‘এই মুহূর্তে যার যা কিছু আছে তা নিয়ে’ শিরোপা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে নিজ নিজ দলের হয়ে। এমন পরিস্থিতিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোচ রোনাল্ড কোমানকে ডাগআউটে পাওয়া নিশ্চিত করতে পারেনি বার্সেলোনা। তাঁর দুই ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিতে লা লিগা কমিটির কাছে আপিল করেছিল বার্সা। সেখানে প্রত্যাখ্যাত হওয়ার পরও কাতালান ক্লাবটি অবশ্য হাল ছাড়ছে না। এবার ক্রীড়া আদালত ট্রাইব্যুনাল অব স্পোর্টসে (টিএডি) কোমানের শাস্তি তুলে নেওয়ার পক্ষে আবারও আপিল করবে বার্সা।

স্পেনের শীর্ষ লিগের পয়েন্ট তালিকা এ মুহূর্তে জমজমাট। ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা বার্সার সংগ্রহও ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট। তিন দলের হাতেই আর চারটি করে ম্যাচ বাকি। এ পরিস্থিতিতে কোচ ডাগআউটে না থাকলে কেমন হয়! বার্সা তাই কোনোভাবেই কোমানকে ছাড়া আতলেতিকোর বিপক্ষে মাঠে নামতে রাজি নয়। সে জন্যই দ্বিতীয় দফা আপিলের সিদ্ধান্ত।

গ্রানাদার বিপক্ষে লাল কার্ড দেখার পর কোমান গ্যালারিতে বসে দেখেছেন খেলা।
ফাইল ছবি

ঘরের মাঠে গ্রানাদার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ডাগআউট থেকেই লাল কার্ড দেখেছিলেন কোমান। এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন তিনি। কিন্তু অফিশিয়ালের সঙ্গে বাজে আচরণ করায় তাঁকে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। তখনই নিশ্চিত হয় ভ্যালেন্সিয়া ও আতলেতিকোর বিপক্ষে কোমানকে ডাগআউটে দেখা যাবে না। এরপর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোমান বলেছিলেন, ‘আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। এ নিষেধাজ্ঞা বাড়াবাড়ি হয়ে গেছে।’ ম্যাচ অফিশিয়াল কোমানকে বারবার সতর্ক করছিলেন উত্তেজিত আচরণ না করতে। এর উত্তরে কোমান ‘কী একখান চরিত্র!’ বলে কটূক্তি করেছিলেন এ অভিযোগ ওঠে।

আতলেতিকোর বিপক্ষে জয়ের বিকল্প নেই বার্সার। জিতলে দলটিকে টপকে টেবিলের শীর্ষে উঠবে কোমানের দল। শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় আতলেতিকোর মুখোমুখি হবে বার্সা।