ছবিতে আতলেতিকোর উচ্ছ্বাস, রিয়ালের হতাশা

কোচ দিয়েগো সিমিওনেকে শূন্যে ছুড়ে আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের শিরোপা-উদ্‌যাপন। ২০১৪ সালের পর এবারই প্রথম লা লিগার শিরোপা জিতেছে মাদ্রিদের দলটি।ছবি: রয়টার্স
আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের শিরোপা জয়ের উচ্ছ্বাস।
ছবি: রয়টার্স
শিরোপা জয়ের উচ্ছ্বাস বলে কথা! রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে শিরোপা জয়ের পর আনন্দে রেনান লোদিকে কাঁধেই তুলে নিলেন গোলকিপার ইয়ান ওবলাক।
ছবি: রয়টার্স
ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পরও হতাশায় ভেঙে পড়েন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। কারণ একটাই—শিরোপার দেখা যে পাওয়া হলো না!
ছবি: রয়টার্স
ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে একটি গোল করেছেন করিম বেনজেমা। কিন্তু ম্যাচ শেষে রিয়ালের ফরাসি তারকা ভেঙে পড়েছেন শিরোপা জিততে না পারার হতাশায়।
ছবি: রয়টার্স
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ জিতেও শিরোপা জিততে না পারায় হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদরিচ।
ছবি: রয়টার্স
ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পরও হতাশ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। এই জয়ের পরও যে লা লিগার শিরোপা জেতা হয়নি রিয়ালের।
ছবি: রয়টার্স
আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের শিরোপা জয়ের উচ্ছ্বাস।
ছবি: রয়টার্স
লুইস সুয়ারেজকে নিয়ে আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের উচ্ছ্বাস। তাঁর গোলেই রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে শিরোপা জিতেছে আতলেতিকো।
ছবি: রয়টার্স
রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের জয়ের উচ্ছ্বাসটাই ছিল তাদের শিরোপা জয়ের উল্লাস।
ছবি: রয়টার্স