ছবিতে দেখুন ‘নেইমার–জাদু’র কয়েকটি মুহূর্ত
আবার নেইমারের কাঁধেই সওয়ার ব্রাজিল। তাঁর জাদুর ভরসাতেই আজ কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল পা রাখল ‘সেলেসাও’রা। ১-০ গোলের জয়ে গোল লুকাস পাকেতার হলেও বলটা বানিয়ে দিয়েছেন নেইমারই। গোটা ম্যাচেই দলের প্রাণভোমরা হয়ে থাকা নেইমারই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছেন। কোপা আমেরিকা টুর্নামেন্টজুড়েই নেইমার বুঝিয়েছেন তিনি ব্রাজিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমনিতে ব্রাজিলের জার্সিতে ১১০ ম্যাচ খেলে ৬৮টি গোল করেছেন; পাশাপাশি ৪৯ বার গোলে সহায়তাও করেছেন ক্যারিয়ারে। নেইমার ব্রাজিলের জার্সিতে ১১০ ম্যাচ খেলে ১১৭ বার হয় গোল করেছেন নয়তো করিয়েছে—পুরোটাই অবিশ্বাস্য! ছবিতে একনজরে দেখে নিন পেরু ম্যাচে ‘নেইমার–জাদু’র কয়েকটি মুহূর্ত...
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭