ছবিতে ম্যারাডোনার শেষ বিদায়

শেষযাত্রায় কিংবদন্তি। ডিয়েগো ম্যারাডোনার কফিন নিয়ে যাওয়া হচ্ছে বেল্লা ভিস্তা সমাধিক্ষেত্রেছবি: এএফপি
লোকে লোকারণ্য বুয়েনস এইরেস। ডিয়েগো ম্যারাডোনাকে শেষবিদায় জানাতে এসেছিলেন সবাই। চোখের জলে কিংবদন্তিকে বিদায় জানিয়েছেন তাঁরা। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান। বুয়েনস এইরেসে থেকে একটু দূরে বেল্লা ভিস্তা সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়েছে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তিকে। তাঁর মা–বাবা শায়িত আছেন এখানে। ছবিতে দেখে নিন ম্যারাডোনাকে সমাহিত করা এবং ভক্তদের শ্রদ্ধা জানানোর খণ্ড খণ্ড চিত্র:
১. বুয়েনস এইরেস শহর থেকে একটু দূরে জার্দিন বেল্লা ভিস্তা সমাধিক্ষেত্রে ডিয়েগো ম্যারাডোনার কফিন বহন করছেন তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠরা। ছবিটি ওপর থেকে তোলা হয়েছে
ছবি: এএফপি
ডিয়েগো ম্যারাডোনার শেষকৃত্য অনুষ্ঠানে শুধু তাঁর কিছু আত্মীয়স্বজন ও বন্ধু উপস্থিত ছিলেন। বেল্লা ভিস্তা সমাধিক্ষেত্রে ছবিটি ওপর থেকে তোলা হয়েছে
ছবি: এএফপি
পড়ন্ত সূর্যের আলোয় ঈশ্বরের কাছে ফিরছেন ফুটবলের ‘ঈশ্বর’খ্যাত ডিয়েগো ম্যারাডোনা। তাঁর কফিন বহন করছেন আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজন
ছবি: এএফপি
আর্জেন্টিনার প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাদা থেকে সমাধিক্ষেত্রের উদ্দেশে যাত্রা করছে ম্যারাডোনার কফিন বহনকারী গাড়ি
ছবি: এএফপি
আর্জেন্টিনার প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাদা থেকে বের করা হচ্ছে ম্যারাডোনার কফিন। এখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বেল্লা ভিস্তা সমাধিক্ষেত্রে। আর্জেন্টিনার প্রেসিডেন্সি প্রেস এ ছবি প্রকাশ করেছে
ছবি: এএফপি
মোটর শোভাযাত্রায় ম্যারাডোনার কফিন বহনকারী গাড়ি। পাশে নিরাপত্তারক্ষীরা। তার আগে প্রচুর মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তিকে
ছবি: এএফপি
‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’—ম্যারাডোনার বিদায়বেলায় ভক্তদের এই ভিড় যেন কবিগুরুর কবিতার চরণকে মনে করিয়ে দেয়। সমাধিক্ষেত্রে নিয়ে যাওয়ার আগে ম্যারাডোনার কফিন বহনকারী গাড়ি
ছবি: এএফপি
ম্যারাডোনাকে শেষবিদায় জানাতে এসে হট্টগোলে জড়িয়ে পড়েছিলেন অনেক ভক্ত। তাঁদের থামাতে মোতায়েন করা হয়েছিল দাঙ্গা পুলিশ
ছবি: এএফপি
আর্জেন্টিনার প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাদার বাইরে উত্তেজিত জনতা। ম্যারাডোনাকে দেখতে লোহার বেড়ার ডিঙিয়ে ঢোকার চেষ্টা করছিলেন ভক্তরা। পানি ছিটিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ
ছবি: এএফপি
ডিয়েগো ম্যারাডোনার জন্য কাঁদছেন এক ভক্ত। এ যেন পুরো ক্রীড়া বিশ্বেরই প্রতিচ্ছবি
ছবি: এএফপি